নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় ১৪ বছরের আইনি লড়াই শেষে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাক পেলেন দেবদাস বিশ্বাস নামে এক চাকরিপ্রার্থী। তিনি ২৯তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের রায়ের প্রেক্ষিতে দেবদাস বিশ্বাসের মৌখিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
পিএসসি সূত্র জানায়, ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দেবদাস বিশ্বাস। কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের দিন একটি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় তাকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন দেবদাস বিশ্বাস। হাইকোর্ট তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আদেশ দেয়।
সূত্র আরও জানায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে পিএসসি। সেই আপিলেও জয়ী হন দেবদাস। পরে কমিশন তার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী ওই প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পিএসসির প্রধান কার্যালয়ে তার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
পিএসসি থেকে জানা যায়, ২০১০ সালের জানুয়ারিতে ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৭ হাজার ২১৭ জন প্রার্থী। এরপর ওই বছরের ১৭ আগস্ট থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রায় ১৪ বছরের আইনি লড়াই শেষে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাক পেলেন দেবদাস বিশ্বাস নামে এক চাকরিপ্রার্থী। তিনি ২৯তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের রায়ের প্রেক্ষিতে দেবদাস বিশ্বাসের মৌখিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
পিএসসি সূত্র জানায়, ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দেবদাস বিশ্বাস। কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের দিন একটি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় তাকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন দেবদাস বিশ্বাস। হাইকোর্ট তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আদেশ দেয়।
সূত্র আরও জানায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে পিএসসি। সেই আপিলেও জয়ী হন দেবদাস। পরে কমিশন তার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী ওই প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পিএসসির প্রধান কার্যালয়ে তার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
পিএসসি থেকে জানা যায়, ২০১০ সালের জানুয়ারিতে ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৭ হাজার ২১৭ জন প্রার্থী। এরপর ওই বছরের ১৭ আগস্ট থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪২ মিনিট আগে