নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারাখানায় অগ্নিকাণ্ডে নিহত মুরসালিন ইসলামের (২২) মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মুরসালিনের মৃতদেহ গ্রহণ করেন তাঁর মামা জুয়েল হক। মরদেহ হস্তান্তর করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
এসআই নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে জরুরি বিভাগে মারা যায় মুরসালিন। আগুন লাগার সময় সে ভবন থেকে লাফিয়ে পড়েছিল।
জুয়েল জানান, মুরসালিন কারখানার তিনতলায় কাজ করতেন। থাকত ভূলতা গাউছিয়ায়। ঘটনার দিন তিনতলা থেকে লাফিয়ে পড়ে আহত হন। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান তিনি।
জুয়েল আরও জানান, মুরসালিনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর সুকদারপুর গ্রামে। বাবা আনিছুর রহমান গ্রামে কৃষিকাজ করেন। দুই ভাই-বোনের মধ্যে মোরসালিন বড়। মুরসালিনকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এদিকে ঢামেক মর্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুরসালিনের স্বজনকে দাফনের খরচ বাবদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আহত সাতজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁরা হলেন– ফাতেমা আক্তার (৩২), আমেনা খাতুন (২২), আবু বক্কর সিদ্দিক (৪৭), মহসিন (২৭), মঞ্জুরুল ইসলাম (২৭), নাহিদ হোসেন (২৬) ও মাজেদা আক্তার (২৮)।
তাঁদের মধ্যে নাহিদ ও মঞ্জুরুল ধোয়ায় অসুস্থ ছিলেন। তাঁদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। মাজেদা আক্তার, ফাতেমা আক্তার ও আমেনা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারাখানায় অগ্নিকাণ্ডে নিহত মুরসালিন ইসলামের (২২) মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মুরসালিনের মৃতদেহ গ্রহণ করেন তাঁর মামা জুয়েল হক। মরদেহ হস্তান্তর করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন।
এসআই নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে জরুরি বিভাগে মারা যায় মুরসালিন। আগুন লাগার সময় সে ভবন থেকে লাফিয়ে পড়েছিল।
জুয়েল জানান, মুরসালিন কারখানার তিনতলায় কাজ করতেন। থাকত ভূলতা গাউছিয়ায়। ঘটনার দিন তিনতলা থেকে লাফিয়ে পড়ে আহত হন। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান তিনি।
জুয়েল আরও জানান, মুরসালিনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর সুকদারপুর গ্রামে। বাবা আনিছুর রহমান গ্রামে কৃষিকাজ করেন। দুই ভাই-বোনের মধ্যে মোরসালিন বড়। মুরসালিনকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এদিকে ঢামেক মর্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুরসালিনের স্বজনকে দাফনের খরচ বাবদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আহত সাতজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁরা হলেন– ফাতেমা আক্তার (৩২), আমেনা খাতুন (২২), আবু বক্কর সিদ্দিক (৪৭), মহসিন (২৭), মঞ্জুরুল ইসলাম (২৭), নাহিদ হোসেন (২৬) ও মাজেদা আক্তার (২৮)।
তাঁদের মধ্যে নাহিদ ও মঞ্জুরুল ধোয়ায় অসুস্থ ছিলেন। তাঁদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। মাজেদা আক্তার, ফাতেমা আক্তার ও আমেনা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে