রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) এবং একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। এ সময় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গাজী সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, বজ্রপাতের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিমন নামের একজনকে আহত অবস্থায় আনা হলে সদর হাসপাতালে পাঠানো করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামে দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের নাশু মিয়ার ছেলে শিমন আহমেদকে (২০) উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত আহাদ মিয়ার পিতা জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে ঢাকায় আমার মেয়ে জামাইয়ের কারখানায় চাকরি করত। ঈদের ছুটিতে বাড়িতে আসে। আজ দুপুরে বন্ধুদের সঙ্গে সে ঝালমুড়ি খেতে বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই বজ্রপাতে সে ও তার এক বন্ধু মারা গেছে।’
নিহত রানার বড় ভাই রুবেল মিয়া বলেন, ‘আমার ভাই ঢাকায় চাকরি করত। বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ঝালমুড়ি খেতে গিয়েছিল। পরে বজ্রপাতে সে ও তার বন্ধু আহাদ মারা যায়। তার আরেক বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
রায়পুরা থানার উপপরিদর্শক ফয়সাল আহমেদ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকে পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) এবং একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। এ সময় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গাজী সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, বজ্রপাতের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিমন নামের একজনকে আহত অবস্থায় আনা হলে সদর হাসপাতালে পাঠানো করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামে দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের নাশু মিয়ার ছেলে শিমন আহমেদকে (২০) উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত আহাদ মিয়ার পিতা জালাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে ঢাকায় আমার মেয়ে জামাইয়ের কারখানায় চাকরি করত। ঈদের ছুটিতে বাড়িতে আসে। আজ দুপুরে বন্ধুদের সঙ্গে সে ঝালমুড়ি খেতে বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই বজ্রপাতে সে ও তার এক বন্ধু মারা গেছে।’
নিহত রানার বড় ভাই রুবেল মিয়া বলেন, ‘আমার ভাই ঢাকায় চাকরি করত। বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ঝালমুড়ি খেতে গিয়েছিল। পরে বজ্রপাতে সে ও তার বন্ধু আহাদ মারা যায়। তার আরেক বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
রায়পুরা থানার উপপরিদর্শক ফয়সাল আহমেদ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকে পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৫ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৩ মিনিট আগে