
ধরা-ছোঁয়ার বাইরে থাকছেন জামাল-দোজা দম্পতি অধ্যাপক ডা. আবুল বাসার মো. জামাল এবং ডা. ফাতেম দোজা দম্পতি। গত বছরের ১৫ জুন এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই সময়ে অধ্যাপক ডা. আবুল বাসার মো. জামাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে ছিলেন। সম্প্রতি অবসরে গিয়েছেন। অন্যদিকে ডা. ফাতেমা দোজা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে লিখিত অভিযোগে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জানান, এই দম্পতি ১৯ বছর আগে শিশু গৃহকর্মীকে গুরুতর দগ্ধ করে গ্রেপ্তার হন এবং হাজতবাস করেন।
তাঁদের দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। কিন্তু তাঁরা এসব তথ্য লুকিয়ে প্রতারণার আশ্রয় নেন। জামিন পাওয়া পরে হাজতবাসের সময়কাল ব্যক্তিগত কারণে অনুপস্থিতি দেখিয়ে অর্জিত ছুটি মঞ্জুর করেন। এ ছাড়া ডা. ফাতেমা দোজা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরে আবারও বেআইনিভাবে সরকারি চাকরিতে যোগদান করেন।
এ বিষয়ে তদন্তে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে ২০২৩ সালের ৮ মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে ডা. রাশেদা সুলতানাও অবসরে গেছেন।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছ, এই ফাইলের কোনো অগ্রগতি নেই। অজ্ঞাত কারণে মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে। তবে বর্তমানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম দেশের বাইরে অবস্থান করায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম মন্তব্য করতে অনীহা প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি মন্ত্রণালয়ের এখতিয়ার।’

ধরা-ছোঁয়ার বাইরে থাকছেন জামাল-দোজা দম্পতি অধ্যাপক ডা. আবুল বাসার মো. জামাল এবং ডা. ফাতেম দোজা দম্পতি। গত বছরের ১৫ জুন এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে লিখিতভাবে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই সময়ে অধ্যাপক ডা. আবুল বাসার মো. জামাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে ছিলেন। সম্প্রতি অবসরে গিয়েছেন। অন্যদিকে ডা. ফাতেমা দোজা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে লিখিত অভিযোগে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জানান, এই দম্পতি ১৯ বছর আগে শিশু গৃহকর্মীকে গুরুতর দগ্ধ করে গ্রেপ্তার হন এবং হাজতবাস করেন।
তাঁদের দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। কিন্তু তাঁরা এসব তথ্য লুকিয়ে প্রতারণার আশ্রয় নেন। জামিন পাওয়া পরে হাজতবাসের সময়কাল ব্যক্তিগত কারণে অনুপস্থিতি দেখিয়ে অর্জিত ছুটি মঞ্জুর করেন। এ ছাড়া ডা. ফাতেমা দোজা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরে আবারও বেআইনিভাবে সরকারি চাকরিতে যোগদান করেন।
এ বিষয়ে তদন্তে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে ২০২৩ সালের ৮ মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে ডা. রাশেদা সুলতানাও অবসরে গেছেন।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছ, এই ফাইলের কোনো অগ্রগতি নেই। অজ্ঞাত কারণে মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে। তবে বর্তমানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম দেশের বাইরে অবস্থান করায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম মন্তব্য করতে অনীহা প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি মন্ত্রণালয়ের এখতিয়ার।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৪ ঘণ্টা আগে