ঢামেক প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুজন মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে ও আজ সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁরা মারা যান। মৃতরা হলেন জজ মিয়া (৫০) ও আলম (৪০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
আইউব হোসেন জানান, জজ মিয়ার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। আর আলম শরীরের শতভাগ দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি ছিল। গতকাল মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
আইউব হোসেন বলেন, ‘এই ঘটনায় আরও ৩ জন ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর।’
এর আগে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে ফতুল্লার পাগলার আলীগঞ্জে ঘটনাটি ঘটে। এরপর আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বর্তমানে হাসিনা মমতাজ (৪৭) শরীরের ৬৬ শতাংশ, আসমা বেগম (৪৫) ৪১ শতাংশ, ও হাফসা আক্তার (৬) ১৬ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাঁদের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার আলীগঞ্জে। সবার বাসা পাশাপাশি। একই বাড়ির ট্রাকমালিক আব্দুল বাতেন দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখেন। গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিলে সেখান থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় দগ্ধ আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের পাশে ফেলে দিলে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়। সেই আগুনের ফুলকি কয়েকটি বাড়ির মধ্যে চলে যায়। এতে তাঁরা দগ্ধ হন।
প্রতিবেশী ফাতেমা আক্তার বলেন, ‘আমাদের সবার বাসা পাশাপাশি। বাতেনের একটি ট্রাক আছে। সেই ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার বাসার পাশেই রাখা ছিল। ওই সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হচ্ছিল। আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের কাছে ফেলেন। তখনই গ্যাসের আগুন ফুলকি দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। এতে ট্রাকচালক বাতেনের স্ত্রী আসমাসহ ৭ জন দগ্ধ হন। পরে তাঁদের দ্রুত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।’

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুজন মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে ও আজ সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁরা মারা যান। মৃতরা হলেন জজ মিয়া (৫০) ও আলম (৪০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
আইউব হোসেন জানান, জজ মিয়ার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। আর আলম শরীরের শতভাগ দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি ছিল। গতকাল মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।
আইউব হোসেন বলেন, ‘এই ঘটনায় আরও ৩ জন ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থাও গুরুতর।’
এর আগে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে ফতুল্লার পাগলার আলীগঞ্জে ঘটনাটি ঘটে। এরপর আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বর্তমানে হাসিনা মমতাজ (৪৭) শরীরের ৬৬ শতাংশ, আসমা বেগম (৪৫) ৪১ শতাংশ, ও হাফসা আক্তার (৬) ১৬ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাঁদের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার আলীগঞ্জে। সবার বাসা পাশাপাশি। একই বাড়ির ট্রাকমালিক আব্দুল বাতেন দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখেন। গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিলে সেখান থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় দগ্ধ আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের পাশে ফেলে দিলে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়। সেই আগুনের ফুলকি কয়েকটি বাড়ির মধ্যে চলে যায়। এতে তাঁরা দগ্ধ হন।
প্রতিবেশী ফাতেমা আক্তার বলেন, ‘আমাদের সবার বাসা পাশাপাশি। বাতেনের একটি ট্রাক আছে। সেই ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার বাসার পাশেই রাখা ছিল। ওই সিলিন্ডারের মুখ থেকে গ্যাস বের হচ্ছিল। আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের কাছে ফেলেন। তখনই গ্যাসের আগুন ফুলকি দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। এতে ট্রাকচালক বাতেনের স্ত্রী আসমাসহ ৭ জন দগ্ধ হন। পরে তাঁদের দ্রুত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।’

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১৫ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৪০ মিনিট আগে