
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণে অবস্থিত প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রাম। এ জনপদে রয়েছে চার হাজার মানুষের বাস। এই জনপদের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। শীতসহ সকল ঋতুতেই দমদমা গ্রামের ‘আমাদের বিল’ নামে দু'টি বিলে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসে। পরিযায়ী ছাড়াও কোকিলের কুহু তান, শালিকের ঝাঁক, ময়না, দোয়েলের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে সব সময়।
সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় সাংসদের বাড়ির দুপাশে রয়েছে ৩০০ বিঘা জমির ওপর দু'টি বিল। বিল দু'টি ‘আমাদের বিল’ নামে পরিচিত। এ গ্রামে বেশির ভাগ জমিতে বোরোধানের চাষ হয়। গত এক যুগ ধরে ধরে দুটি বিলের জমিতে ধান রোপণ হয় না। শীত পড়লে বিলে নামে হাজার হাজার পরিযায়ী পাখি। সকাল শুরু হতেই হাজার হাজার পাখি দল বেঁধে নামতে শুরু করে বিলে। পাখির কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে দমদমা গ্রামের আশপাশের পরিবেশ।
বিলের চারপাশে রয়েছে ফসলি জমি। জমির ফসলে সবুজের সমারোহে ভরে উঠেছে বিলের চারপাশ। এর মাঝে পরিযায়ী পাখিগুলো দেখতে কতই না সুন্দর।
স্থানীয় গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, ‘পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে আসে বিলে। এদের যেন কেউ শিকার না করে এ জন্য বিলের আশপাশের মানুষকে সচেতন করা হয়েছে।’
দমদমা গ্রামে প্রতিদিন হাজার হাজার পাখির কলকাকলি দেখতে আসে শত শত মানুষ। পাখির ঝাঁক বেঁধে থাকা সত্যিই নয়নাভিরাম।

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণে অবস্থিত প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রাম। এ জনপদে রয়েছে চার হাজার মানুষের বাস। এই জনপদের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। শীতসহ সকল ঋতুতেই দমদমা গ্রামের ‘আমাদের বিল’ নামে দু'টি বিলে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসে। পরিযায়ী ছাড়াও কোকিলের কুহু তান, শালিকের ঝাঁক, ময়না, দোয়েলের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে সব সময়।
সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় সাংসদের বাড়ির দুপাশে রয়েছে ৩০০ বিঘা জমির ওপর দু'টি বিল। বিল দু'টি ‘আমাদের বিল’ নামে পরিচিত। এ গ্রামে বেশির ভাগ জমিতে বোরোধানের চাষ হয়। গত এক যুগ ধরে ধরে দুটি বিলের জমিতে ধান রোপণ হয় না। শীত পড়লে বিলে নামে হাজার হাজার পরিযায়ী পাখি। সকাল শুরু হতেই হাজার হাজার পাখি দল বেঁধে নামতে শুরু করে বিলে। পাখির কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে দমদমা গ্রামের আশপাশের পরিবেশ।
বিলের চারপাশে রয়েছে ফসলি জমি। জমির ফসলে সবুজের সমারোহে ভরে উঠেছে বিলের চারপাশ। এর মাঝে পরিযায়ী পাখিগুলো দেখতে কতই না সুন্দর।
স্থানীয় গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, ‘পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে আসে বিলে। এদের যেন কেউ শিকার না করে এ জন্য বিলের আশপাশের মানুষকে সচেতন করা হয়েছে।’
দমদমা গ্রামে প্রতিদিন হাজার হাজার পাখির কলকাকলি দেখতে আসে শত শত মানুষ। পাখির ঝাঁক বেঁধে থাকা সত্যিই নয়নাভিরাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে