Ajker Patrika

ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ 

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বহিষ্কৃত ৭ জনকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

সাতজন হলেন-রুপা দত্ত, শেখ সানজিদা, মারিয়া, শারমিন আক্তার, মনিকা তালুকদার, মায়েদা বেগম মায়া ও তানজিলা আক্তার। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবা উদ্দিন শরীফ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম। এর আগে মারামারির ঘটনায় পৃথক দুই মামলায় ২৩ জনকে আগাম জামিন দেন হাইকোর্ট।

গত ২৫ সেপ্টেম্বর ইডেনে ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। যা সারা দেশে সমালোচনার ঝর তুলে। ওই ঘটনায় ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত এবং ১৬ জনকে বহিষ্কার করা হয়।

মারামারির ঘটনায় ২৮ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত সেটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। অপরদিকে একইদিন লালবাগ থানায় মামলা করেন ইডেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত