নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীর হাতে একই কলেজের আরেক শিক্ষার্থী খুন হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় কমার্স কলেজের পাশেই লাল বিল্ডিং এলাকায় ঘটনাটি ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম জুবায়ের হাসান রাফিত (১৮)। তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সহপাঠীকে হত্যার অভিযোগ ওঠা শিক্ষার্থীর নাম রাজিন চৌধুরী। তাঁরা একই এলাকার বাসিন্দা।
নিহত জুবায়েরের গ্রামের বাড়ির নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তাঁর বাবার নাম আবুল বাশার। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। মিরপুর কমার্স কলেজের বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
ওসি মো. তারিকুজ্জামান বলেন, কমার্স কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে এই হত্যা ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়টি তদন্ত করছে থানা-পুলিশ।
কী কারণে হত্যা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা কারণ সম্পর্কে জানি না। অভিযুক্ত শিক্ষার্থী পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জানা গেছে, সহপাঠীকে হত্যায় অভিযুক্ত রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা।
সহপাঠীর হাতে জুবায়েরের হত্যার বিষয় জানতে চাইলে হত্যার ঘটনা জানলেও কারণ জানেন না বলে জানিয়েছেন কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ। তিনি বলেন, ‘ঘটনা জানার পরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের পাঠানো হয়েছে। তবে তাঁরাও হত্যার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি।’
এদিকে নিহত শিক্ষার্থী জুবায়েরের মামা মো. নুরুজ্জামান বলেন, ‘সকালে কোচিং করার জন্য জুবায়ের বাসা থেকে বের হয়। পরে আর বাসায় না ফেরায় তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় কলেজের এক শিক্ষক জানায় তাঁকে হত্যা করা হয়েছে। এসে দেখি কমার্স কলেজের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় আমার ভাগনের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে কলেজের কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। ওই ঘটনায় কলেজের শিক্ষকেরা মিটমাট করে দেয়। তখন শিক্ষকেরা তাঁকে বলেছিল, তাঁর বন্ধুরা ভালো না। তাঁদের কাছ থেকে দূরে থাকতে। তাঁরাই জুবায়েরকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা।’

রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীর হাতে একই কলেজের আরেক শিক্ষার্থী খুন হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় কমার্স কলেজের পাশেই লাল বিল্ডিং এলাকায় ঘটনাটি ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম জুবায়ের হাসান রাফিত (১৮)। তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সহপাঠীকে হত্যার অভিযোগ ওঠা শিক্ষার্থীর নাম রাজিন চৌধুরী। তাঁরা একই এলাকার বাসিন্দা।
নিহত জুবায়েরের গ্রামের বাড়ির নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তাঁর বাবার নাম আবুল বাশার। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। মিরপুর কমার্স কলেজের বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
ওসি মো. তারিকুজ্জামান বলেন, কমার্স কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে এই হত্যা ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়টি তদন্ত করছে থানা-পুলিশ।
কী কারণে হত্যা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা কারণ সম্পর্কে জানি না। অভিযুক্ত শিক্ষার্থী পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জানা গেছে, সহপাঠীকে হত্যায় অভিযুক্ত রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা।
সহপাঠীর হাতে জুবায়েরের হত্যার বিষয় জানতে চাইলে হত্যার ঘটনা জানলেও কারণ জানেন না বলে জানিয়েছেন কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ। তিনি বলেন, ‘ঘটনা জানার পরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের পাঠানো হয়েছে। তবে তাঁরাও হত্যার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি।’
এদিকে নিহত শিক্ষার্থী জুবায়েরের মামা মো. নুরুজ্জামান বলেন, ‘সকালে কোচিং করার জন্য জুবায়ের বাসা থেকে বের হয়। পরে আর বাসায় না ফেরায় তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় কলেজের এক শিক্ষক জানায় তাঁকে হত্যা করা হয়েছে। এসে দেখি কমার্স কলেজের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় আমার ভাগনের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে কলেজের কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। ওই ঘটনায় কলেজের শিক্ষকেরা মিটমাট করে দেয়। তখন শিক্ষকেরা তাঁকে বলেছিল, তাঁর বন্ধুরা ভালো না। তাঁদের কাছ থেকে দূরে থাকতে। তাঁরাই জুবায়েরকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা।’

কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৩৫ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে