প্রতিনিধি, গুলশান-বাড্ডা

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা অংশের ভ্রমণ স্পটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডায় মেতে উঠেছিল শত শত মানুষ। ঠিক এমন সময়ে সাইরেন বাজিয়ে টহলে আসে বাড্ডা থানার টহল পুলিশ। পুলিশের এমন আগমনে আড্ডা মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎই একযোগে অনেকেই বলে উঠে 'পুলিশ আইয়ে দৌড় দে! '
আকস্মিক এমন সতর্কবার্তা ও পুলিশের সাইরেনের শব্দ শোনার মাত্র ১ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে।
ঘুরতে আসা একজন সুলাইমান। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সুলাইমান জানান, 'সপ্তাহ জুড়ে কাজ করতে করতে বোরিং হওয়ার হয় তিনি এখানে একটু রিলাক্স করতে এসেছেন। এখানে বসে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করবে।'
সরকার কঠোর লকডাউনে বের হতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও শুধু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হওয়া কতটা জরুরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সপ্তাহে ৬ দিন রাত-দিন কাজ করি। মাত্র একদিন ছুটি পাই। এই ছুটির দিনে বাসায় থাকলে বোরিং লাগে। তাই বোরিংনেস কাটানোর জন্য একটু এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তারপরও কী আর করার! কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব।'
হাতিরঝিলের বাসিন্দা নিলয় জানান, 'প্রতিদিন বিকেলবেলা একটু সময় পার করতে এখানে আসি। কিন্তু এত এত মানুষ এখানে এসে বসে থাকেন যার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়।'
দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন নিলয়। বলেন, কারও মাঝে সংক্রমণের ভয় নেই। তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠেন। এটা এখানকার নিত্যদিনের চিত্র বলেও দাবি করেন তিনি।

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা অংশের ভ্রমণ স্পটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডায় মেতে উঠেছিল শত শত মানুষ। ঠিক এমন সময়ে সাইরেন বাজিয়ে টহলে আসে বাড্ডা থানার টহল পুলিশ। পুলিশের এমন আগমনে আড্ডা মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎই একযোগে অনেকেই বলে উঠে 'পুলিশ আইয়ে দৌড় দে! '
আকস্মিক এমন সতর্কবার্তা ও পুলিশের সাইরেনের শব্দ শোনার মাত্র ১ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে।
ঘুরতে আসা একজন সুলাইমান। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সুলাইমান জানান, 'সপ্তাহ জুড়ে কাজ করতে করতে বোরিং হওয়ার হয় তিনি এখানে একটু রিলাক্স করতে এসেছেন। এখানে বসে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করবে।'
সরকার কঠোর লকডাউনে বের হতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও শুধু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হওয়া কতটা জরুরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সপ্তাহে ৬ দিন রাত-দিন কাজ করি। মাত্র একদিন ছুটি পাই। এই ছুটির দিনে বাসায় থাকলে বোরিং লাগে। তাই বোরিংনেস কাটানোর জন্য একটু এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তারপরও কী আর করার! কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব।'
হাতিরঝিলের বাসিন্দা নিলয় জানান, 'প্রতিদিন বিকেলবেলা একটু সময় পার করতে এখানে আসি। কিন্তু এত এত মানুষ এখানে এসে বসে থাকেন যার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়।'
দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন নিলয়। বলেন, কারও মাঝে সংক্রমণের ভয় নেই। তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠেন। এটা এখানকার নিত্যদিনের চিত্র বলেও দাবি করেন তিনি।

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৪ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৩০ মিনিট আগে