
গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক কিশোরকে মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতার অফিসের সামনে বেঁধে প্লায়ার্স দিয়ে দুই আঙুলের নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
আজ বুধবার সকালে নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় এই মামলা দায়ের করেছেন।
নির্যাতনের শিকার কিশোর মো. সাগর (১৭) শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
মামলার আসামিরা হলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩০), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব (২৯), তাজউদ্দীনের ছেলে রইস উদ্দিন (৩৫), আব্দুল মজিদের ছেলে মো. মালেক (৩৯), মো. কুতুবউদ্দিনের ছেলে মো. আবুল কালাম (২৭), মো. শামসুল হকের ছেলে মো. মাসুম (২৮), সফুর আলীর ছেলে মো. মোবারক হোসেন (৩০), আফাজ আলীর ছেলে শরিফ (৪০) ও রিপন সরকারের ছেলে মো. টুটুল (২৫)।
নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বলেন, ‘বর্তমানে আমার সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার ছেলের হাতের দুই আঙুলের নখ তুলে নেওয়াসহ শরীরের হাড়গোড় ভেঙে দিয়েছে ওরা (আসামিরা)। আমার ছেলের শারীরিক অবস্থা বেশি ভালো না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরকে ডেকে এনে নির্যাতনের ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলার অভিযুক্ত তিনজন আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
উল্লেখ্য, গত সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় একটি মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতাসহ তাঁর লোকজন মিলে কিশোর সাগরকে হাত-পা বেঁধে নির্যাতনের পর প্লায়ার্স দিয়ে আঙুলসহ নখ তুলে নেন।

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে এক কিশোরকে মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতার অফিসের সামনে বেঁধে প্লায়ার্স দিয়ে দুই আঙুলের নখ উপড়ে ফেলার ঘটনায় মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
আজ বুধবার সকালে নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় এই মামলা দায়ের করেছেন।
নির্যাতনের শিকার কিশোর মো. সাগর (১৭) শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
মামলার আসামিরা হলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩০), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব (২৯), তাজউদ্দীনের ছেলে রইস উদ্দিন (৩৫), আব্দুল মজিদের ছেলে মো. মালেক (৩৯), মো. কুতুবউদ্দিনের ছেলে মো. আবুল কালাম (২৭), মো. শামসুল হকের ছেলে মো. মাসুম (২৮), সফুর আলীর ছেলে মো. মোবারক হোসেন (৩০), আফাজ আলীর ছেলে শরিফ (৪০) ও রিপন সরকারের ছেলে মো. টুটুল (২৫)।
নির্যাতনের শিকার কিশোরের মা আসমা আক্তার বলেন, ‘বর্তমানে আমার সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার ছেলের হাতের দুই আঙুলের নখ তুলে নেওয়াসহ শরীরের হাড়গোড় ভেঙে দিয়েছে ওরা (আসামিরা)। আমার ছেলের শারীরিক অবস্থা বেশি ভালো না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরকে ডেকে এনে নির্যাতনের ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলার অভিযুক্ত তিনজন আসামিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
উল্লেখ্য, গত সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে স্থানীয় একটি মসজিদ থেকে ডেকে এনে আওয়ামী লীগ নেতাসহ তাঁর লোকজন মিলে কিশোর সাগরকে হাত-পা বেঁধে নির্যাতনের পর প্লায়ার্স দিয়ে আঙুলসহ নখ তুলে নেন।

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৭ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মিডিল চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে।
১৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
৩৫ মিনিট আগে