সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দুই কর্মকর্তাকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। অবরুদ্ধ কর্মকর্তারা হলেন সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল।
আজ বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে দুপুর থেকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় ছাত্র-জনতা।
ঘটনাস্থলে থাকা শাহজালাল নামের এক ব্যক্তি বলেন, ‘আমার জমির কাগজ সম্পূর্ণ ঠিক আছে। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করি। আমার সব ঠিক থাকার পরেও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চেয়েছে। পরে বাধ্য হয়ে আমি ৩০ হাজার টাকা দিই তাদের। তারা এখন আরও টাকা দাবি করে।’
আরেক ভুক্তভোগী কামাল মিয়া (৫৮) বলেন, ‘আমার দুটি বাড়ির কাগজ ডিজিটাল সার্ভে করতে তারা ৪০ হাজার করে ৮০ হাজার টাকা চায়। পরে আমাকে বলে ৪০ হাজার টাকা দিলে কাজ হবে। টাকা না দেওয়াতে আমার কাজ হয়নি। তাই আজ আমরা এলাকাবাসী তাদের অবরুদ্ধ করেছি আমাদের কাজ সঠিকভাবে করে দেওয়ার জন্য এবং যাদের থেকে টাকা নিয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য।’
অবরুদ্ধ থাকা সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নেই নাই। এখানে কারা টাকা নিয়েছে, তা-ও আমার জানা নেই। আমি কাউকে চিনি না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ‘ডিজিটাল সার্ভের নামে অবৈধ অর্থ লুট করে নিচ্ছে এখানকার সার্ভেয়াররা সেই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীসহ আমরা ছাত্র-জনতা অবরুদ্ধ করেছি। এখানে অর্ধশতাধিক ভুক্তভোগী আছে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অবরুদ্ধ ব্যক্তিদের ও ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দুই কর্মকর্তাকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। অবরুদ্ধ কর্মকর্তারা হলেন সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল।
আজ বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে দুপুর থেকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় ছাত্র-জনতা।
ঘটনাস্থলে থাকা শাহজালাল নামের এক ব্যক্তি বলেন, ‘আমার জমির কাগজ সম্পূর্ণ ঠিক আছে। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করি। আমার সব ঠিক থাকার পরেও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চেয়েছে। পরে বাধ্য হয়ে আমি ৩০ হাজার টাকা দিই তাদের। তারা এখন আরও টাকা দাবি করে।’
আরেক ভুক্তভোগী কামাল মিয়া (৫৮) বলেন, ‘আমার দুটি বাড়ির কাগজ ডিজিটাল সার্ভে করতে তারা ৪০ হাজার করে ৮০ হাজার টাকা চায়। পরে আমাকে বলে ৪০ হাজার টাকা দিলে কাজ হবে। টাকা না দেওয়াতে আমার কাজ হয়নি। তাই আজ আমরা এলাকাবাসী তাদের অবরুদ্ধ করেছি আমাদের কাজ সঠিকভাবে করে দেওয়ার জন্য এবং যাদের থেকে টাকা নিয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য।’
অবরুদ্ধ থাকা সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নেই নাই। এখানে কারা টাকা নিয়েছে, তা-ও আমার জানা নেই। আমি কাউকে চিনি না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ‘ডিজিটাল সার্ভের নামে অবৈধ অর্থ লুট করে নিচ্ছে এখানকার সার্ভেয়াররা সেই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীসহ আমরা ছাত্র-জনতা অবরুদ্ধ করেছি। এখানে অর্ধশতাধিক ভুক্তভোগী আছে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অবরুদ্ধ ব্যক্তিদের ও ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে