নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও লক্ষ্মীপুর–৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুর দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকার পতনের পর সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের একজন কর্মকর্তা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন।
দুদকের অভিযোগ থেকে জানা যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে টেন্ডার, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক।
অন্যদিকে লক্ষ্মীপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে, তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মাসাৎ করে বিদেশে অর্থ পাচার করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহারর করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি পিংকু। চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
সূত্রটি জানায়, সাবেক এই দুই সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগসমূহ দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে কমিশন। প্রাথমিক সত্যতা থাকায় অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় সূত্রটি।

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও লক্ষ্মীপুর–৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুর দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকার পতনের পর সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের একজন কর্মকর্তা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন।
দুদকের অভিযোগ থেকে জানা যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে টেন্ডার, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক।
অন্যদিকে লক্ষ্মীপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে, তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মাসাৎ করে বিদেশে অর্থ পাচার করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহারর করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি পিংকু। চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
সূত্রটি জানায়, সাবেক এই দুই সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগসমূহ দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে কমিশন। প্রাথমিক সত্যতা থাকায় অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় সূত্রটি।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৪ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে