নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন প্রায় সব শিক্ষার্থীর। শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকেরাও স্বপ্ন দেখেন। ভর্তি পরীক্ষার চাপ যেমন ছেলে-মেয়েদের ওপরে থাকে, তেমনি চাপে থাকেন বাবা-মা। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসে পরীক্ষা শেষ হওয়ার প্রহর গুনছিলেন বাবা-মায়েরা। সবার কপালে ছিল চিন্তার ভাঁজ।
অভিভাবক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের সময়ে তো এত প্রতিযোগিতা ছিল না। এখন প্রতিযোগিতা এত বেশি যে ছেলে-মেয়েদের পাশাপাশি আমরাও হয়রান হয়ে যাচ্ছি ভালো কিছুর আশায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর কখনোই চাপ কমবে না। সিট বাড়ালেও হয়তো এমনই লড়াই করতে হবে।’
ছেলে ভেতরে পরীক্ষা দিচ্ছে আর বাইরে মা তাসলিমা বেগম প্রহর গুনছিলেন। তিনি বললেন, ‘মধ্যবিত্তদের অনেক ঝামেলা। অনেক কিছু হিসাব করে চলতে হয়। শিক্ষিতও হতে হয়, মিনিমাম চলার মতন আয়-রোজগারও করতে হয়। আমার ছেলেকে আমি চাপ দেই না, তবে যদি সে কোনো পাবলিকে চান্স পায়, সেটা আমার জন্যই অনেক সুবিধা। ছেলে-মেয়েরা তাদের সেরাটা দিয়েই চেষ্টা করবে, বাকিটা ওপরওয়ালা যা কপালে রেখেছেন।’
মেয়ের পরীক্ষা, তাই তিন দিন আগেই অফিস থেকে ছুটি নিয়েছেন মঞ্জুরুল আহমেদ। তিনি বলেন, ‘মেয়ের অনেক ইচ্ছা সে এখানেই পড়বে। অনেক কষ্ট করছে, আমি দেখছি। এখন শুধু দোয়া করা ছাড়া আমাদের মতন অভিভাবকদের আর কিচ্ছু করার নাই। ওপরওয়ালা যদি মনে করেন ও এর যোগ্য, তাহলে এখানেই ও চান্স পাবে।,

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন প্রায় সব শিক্ষার্থীর। শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকেরাও স্বপ্ন দেখেন। ভর্তি পরীক্ষার চাপ যেমন ছেলে-মেয়েদের ওপরে থাকে, তেমনি চাপে থাকেন বাবা-মা। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসে পরীক্ষা শেষ হওয়ার প্রহর গুনছিলেন বাবা-মায়েরা। সবার কপালে ছিল চিন্তার ভাঁজ।
অভিভাবক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের সময়ে তো এত প্রতিযোগিতা ছিল না। এখন প্রতিযোগিতা এত বেশি যে ছেলে-মেয়েদের পাশাপাশি আমরাও হয়রান হয়ে যাচ্ছি ভালো কিছুর আশায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর কখনোই চাপ কমবে না। সিট বাড়ালেও হয়তো এমনই লড়াই করতে হবে।’
ছেলে ভেতরে পরীক্ষা দিচ্ছে আর বাইরে মা তাসলিমা বেগম প্রহর গুনছিলেন। তিনি বললেন, ‘মধ্যবিত্তদের অনেক ঝামেলা। অনেক কিছু হিসাব করে চলতে হয়। শিক্ষিতও হতে হয়, মিনিমাম চলার মতন আয়-রোজগারও করতে হয়। আমার ছেলেকে আমি চাপ দেই না, তবে যদি সে কোনো পাবলিকে চান্স পায়, সেটা আমার জন্যই অনেক সুবিধা। ছেলে-মেয়েরা তাদের সেরাটা দিয়েই চেষ্টা করবে, বাকিটা ওপরওয়ালা যা কপালে রেখেছেন।’
মেয়ের পরীক্ষা, তাই তিন দিন আগেই অফিস থেকে ছুটি নিয়েছেন মঞ্জুরুল আহমেদ। তিনি বলেন, ‘মেয়ের অনেক ইচ্ছা সে এখানেই পড়বে। অনেক কষ্ট করছে, আমি দেখছি। এখন শুধু দোয়া করা ছাড়া আমাদের মতন অভিভাবকদের আর কিচ্ছু করার নাই। ওপরওয়ালা যদি মনে করেন ও এর যোগ্য, তাহলে এখানেই ও চান্স পাবে।,

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২০ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে