আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বাসায় কাজের বুয়া হিসেবে চাকরি নেন রোখসানা ওরফে মোছা. শেফালী বেগম (৪৫) নামের এক নারী। কাজে যোগদানের দিনই খাবারে চেতনানাশক মিশিয়ে বাসায় থাকা লোকজনকে খাওয়ান। এতে তাঁরা ঘুমিয়ে গেলে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে রোখসানাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা-পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ৩ লাখ ৪৩ হাজার টাকা, ৯টি মোবাইল ফোন, ১টি মুক্তার হার, ১টি ভ্যানিটি ব্যাগ ও ব্যাগে রক্ষিত চেতনানাশক বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ধানমন্ডি থানা সূত্রে জানায়, ধানমন্ডির ৫/এ নম্বর রোডের একটি বাসায় স্বামী, সন্তানসহ বাস করেন কামরুন নাহার চৌধুরী রিতা। বাসায় কাজের বুয়া না থাকায় ওই বাসার সিকিউরিটি গার্ড শহিদুর রহমান গত ১৭ জানুয়ারি রোখসানাকে কাজের জন্য নিয়ে আসে। পরদিন রোখসানা বাসায় কাজে যোগ দেন এবং দুপুরের রান্না করেন। ওই দিন বেলা তিনটার দিকে কামরুন নাহার কেনাকাটার জন্য মার্কেটে যান। সেই সুযোগে কাজের বুয়া বাসায় থাকা কামরুন নাহারের স্বামী ও ছেলেকে দুপুরের রান্না করা খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মিশিয়ে খাওয়ান। সেই খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়লে রোখসানা বাসার আলমারি ভেঙে ৬০ হাজার টাকা, ছয়টি স্বর্ণের চুড়ি, দুটি স্বর্ণের চেইন, একটি কানের দুল, একটি স্বর্ণের লকেট, তিনটি ডায়মন্ডের আংটি, দুটি ডায়মন্ডের কানের রিং, স্বর্ণের কানের সেটসহ মোট ৩০ লাখ ২০ হাজার টাকা মূল্যের মালপত্র চুরি করে বাসা থেকে বেরিয়ে যান। এ ঘটনায় কামরুন নাহার বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি চুরির মামলা করেন।
থানা সূত্রে আরও জানা যায়, ঘটনার পরদিন বাসার সিকিউরিটি গার্ড শহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রোকসানাকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জানা যায়, রোকসানার প্রকৃত নাম মোছা. শেফালী বেগম। কাজের জন্য যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিনি দেখাতেন, সেটি ভুয়া। পরিচয়পত্রটি কম্পিউটারের দোকান থেকে তৈরি করে প্রিন্ট করিয়েছিলেন তিনি। বুয়া হিসেবে বিভিন্ন বাসায় কাজ নিয়ে কৌশলে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন। চুরির টাকায় টঙ্গী এলাকায় বিলাসী জীবন যাপন করেন। টঙ্গীতে ‘স্বপ্নবিলাস’ নামে তাঁর একটি সমবায় সমিতি রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

রাজধানীর ধানমন্ডিতে ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বাসায় কাজের বুয়া হিসেবে চাকরি নেন রোখসানা ওরফে মোছা. শেফালী বেগম (৪৫) নামের এক নারী। কাজে যোগদানের দিনই খাবারে চেতনানাশক মিশিয়ে বাসায় থাকা লোকজনকে খাওয়ান। এতে তাঁরা ঘুমিয়ে গেলে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে রোখসানাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা-পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ৩ লাখ ৪৩ হাজার টাকা, ৯টি মোবাইল ফোন, ১টি মুক্তার হার, ১টি ভ্যানিটি ব্যাগ ও ব্যাগে রক্ষিত চেতনানাশক বড়ি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ধানমন্ডি থানা সূত্রে জানায়, ধানমন্ডির ৫/এ নম্বর রোডের একটি বাসায় স্বামী, সন্তানসহ বাস করেন কামরুন নাহার চৌধুরী রিতা। বাসায় কাজের বুয়া না থাকায় ওই বাসার সিকিউরিটি গার্ড শহিদুর রহমান গত ১৭ জানুয়ারি রোখসানাকে কাজের জন্য নিয়ে আসে। পরদিন রোখসানা বাসায় কাজে যোগ দেন এবং দুপুরের রান্না করেন। ওই দিন বেলা তিনটার দিকে কামরুন নাহার কেনাকাটার জন্য মার্কেটে যান। সেই সুযোগে কাজের বুয়া বাসায় থাকা কামরুন নাহারের স্বামী ও ছেলেকে দুপুরের রান্না করা খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মিশিয়ে খাওয়ান। সেই খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়লে রোখসানা বাসার আলমারি ভেঙে ৬০ হাজার টাকা, ছয়টি স্বর্ণের চুড়ি, দুটি স্বর্ণের চেইন, একটি কানের দুল, একটি স্বর্ণের লকেট, তিনটি ডায়মন্ডের আংটি, দুটি ডায়মন্ডের কানের রিং, স্বর্ণের কানের সেটসহ মোট ৩০ লাখ ২০ হাজার টাকা মূল্যের মালপত্র চুরি করে বাসা থেকে বেরিয়ে যান। এ ঘটনায় কামরুন নাহার বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি চুরির মামলা করেন।
থানা সূত্রে আরও জানা যায়, ঘটনার পরদিন বাসার সিকিউরিটি গার্ড শহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রোকসানাকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জানা যায়, রোকসানার প্রকৃত নাম মোছা. শেফালী বেগম। কাজের জন্য যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিনি দেখাতেন, সেটি ভুয়া। পরিচয়পত্রটি কম্পিউটারের দোকান থেকে তৈরি করে প্রিন্ট করিয়েছিলেন তিনি। বুয়া হিসেবে বিভিন্ন বাসায় কাজ নিয়ে কৌশলে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন। চুরির টাকায় টঙ্গী এলাকায় বিলাসী জীবন যাপন করেন। টঙ্গীতে ‘স্বপ্নবিলাস’ নামে তাঁর একটি সমবায় সমিতি রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে