নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানিকগঞ্জের নাগরপুর থেকে তিনটি গরু নিয়ে রাজধানীর গাবতলী হাটে এসেছেন পিকআপচালক ইমরান শেখ। হাটে ব্যাপারীর গরু নামিয়ে ফিরবেন গন্তব্যে। গত কয়েক দিনে পাঁচ থেকে ছয়বার এসেছেন গাবতলী হাটে। প্রতিদিন গরু নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে ফিরেছেন। কিন্তু আজ ভিন্নভাবে যাচ্ছেন ইমরান। গরু নিয়ে আসা গাড়িতেই আবার মানুষ নিয়ে যাচ্ছেন। তার ছোট পিকআপে বসিয়েছেন ১৫ জন। সিঙ্গাইর হয়ে মানিকগঞ্জে যাবেন। ভাড়া হাঁকাচ্ছেন ৩০০ করে। গাড়ি থামার কয়েক সেকেন্ডের মধ্যেই নারী ও পুরুষ যাত্রীতে তাঁর গাড়ি পূর্ণ হয়ে গেল।
ইমরান বলেন, আসার সময় গরু নিয়ে এসেছিলাম। এখন মানুষ নিয়ে যাচ্ছি। মানিকগঞ্জ পর্যন্ত জনপ্রতি ৩০০ করে নিচ্ছি। কথা বলতে বলতেই গাড়ি টান দেওয়ার তাড়া দিলেন তাঁর গাড়িতে চেপে বসা যাত্রীরা।
ট্রাকে এভাবে যাওয়ার কারণ জানতে চাইলে মিনারা বেগম বলেন, ‘ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে যাব। কিন্তু রাস্তায় গাড়ি নেই। এখন এভাবে যাওয়া ছাড়া উপায় নেই।’
বগুড়া থেকে গরু নিয়ে আসা ট্রাকেও যাত্রী ডাকতে দেখা গেল। সামনে এগিয়ে গিয়ে জানতে চাইলে ট্রাক থেকে চালকের সহকারী জানালেন, বগুড়া থেকে গত রাতে সাতটি গরু নিয়ে এসেছেন। এখন ফেরার পথে রাস্তা থেকে যাত্রী তুলছেন। বগুড়ায় জনপ্রতি ৭০০ টাকা। একদিকে ট্রাফিক পুলিশের তাড়া, অন্যদিকে যাত্রীদের গাড়ি থামানোর অনুরোধ। এভাবেই কয়েকজনকে তুলে নিলেন তাঁরা। সকাল থেকে গাড়ি না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঘরমুখী মানুষদের তুলতে দেখা গেছে। একেক গাড়ি একই গন্তব্যে বিভিন্ন পরিমাণ ভাড়া হাঁকতে দেখা গেল।
এদিকে গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা কোনো বাসই আর যাত্রী নিচ্ছে না। লোকাল বাসেও তিল ধারণের ঠাঁই নেই। তাই তারাও আর টার্মিনাল থেকে রাস্তায় এসে যাত্রী তুলছে না। প্রতি গাড়ির দরজা বন্ধ। আর এই বন্ধ দরজা খোলার অনুরোধ জানিয়ে কড়া নাড়ছে অপেক্ষায় থাকা মানুষ। কিন্তু কেউ রাখছে না তাদের সেই অনুরোধ। মাথার ওপর গরম আর সড়কে উড়তে থাকা ধুলোয় বাড়ছে তাদের অপেক্ষার প্রহর।

মানিকগঞ্জের নাগরপুর থেকে তিনটি গরু নিয়ে রাজধানীর গাবতলী হাটে এসেছেন পিকআপচালক ইমরান শেখ। হাটে ব্যাপারীর গরু নামিয়ে ফিরবেন গন্তব্যে। গত কয়েক দিনে পাঁচ থেকে ছয়বার এসেছেন গাবতলী হাটে। প্রতিদিন গরু নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে ফিরেছেন। কিন্তু আজ ভিন্নভাবে যাচ্ছেন ইমরান। গরু নিয়ে আসা গাড়িতেই আবার মানুষ নিয়ে যাচ্ছেন। তার ছোট পিকআপে বসিয়েছেন ১৫ জন। সিঙ্গাইর হয়ে মানিকগঞ্জে যাবেন। ভাড়া হাঁকাচ্ছেন ৩০০ করে। গাড়ি থামার কয়েক সেকেন্ডের মধ্যেই নারী ও পুরুষ যাত্রীতে তাঁর গাড়ি পূর্ণ হয়ে গেল।
ইমরান বলেন, আসার সময় গরু নিয়ে এসেছিলাম। এখন মানুষ নিয়ে যাচ্ছি। মানিকগঞ্জ পর্যন্ত জনপ্রতি ৩০০ করে নিচ্ছি। কথা বলতে বলতেই গাড়ি টান দেওয়ার তাড়া দিলেন তাঁর গাড়িতে চেপে বসা যাত্রীরা।
ট্রাকে এভাবে যাওয়ার কারণ জানতে চাইলে মিনারা বেগম বলেন, ‘ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে যাব। কিন্তু রাস্তায় গাড়ি নেই। এখন এভাবে যাওয়া ছাড়া উপায় নেই।’
বগুড়া থেকে গরু নিয়ে আসা ট্রাকেও যাত্রী ডাকতে দেখা গেল। সামনে এগিয়ে গিয়ে জানতে চাইলে ট্রাক থেকে চালকের সহকারী জানালেন, বগুড়া থেকে গত রাতে সাতটি গরু নিয়ে এসেছেন। এখন ফেরার পথে রাস্তা থেকে যাত্রী তুলছেন। বগুড়ায় জনপ্রতি ৭০০ টাকা। একদিকে ট্রাফিক পুলিশের তাড়া, অন্যদিকে যাত্রীদের গাড়ি থামানোর অনুরোধ। এভাবেই কয়েকজনকে তুলে নিলেন তাঁরা। সকাল থেকে গাড়ি না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঘরমুখী মানুষদের তুলতে দেখা গেছে। একেক গাড়ি একই গন্তব্যে বিভিন্ন পরিমাণ ভাড়া হাঁকতে দেখা গেল।
এদিকে গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা কোনো বাসই আর যাত্রী নিচ্ছে না। লোকাল বাসেও তিল ধারণের ঠাঁই নেই। তাই তারাও আর টার্মিনাল থেকে রাস্তায় এসে যাত্রী তুলছে না। প্রতি গাড়ির দরজা বন্ধ। আর এই বন্ধ দরজা খোলার অনুরোধ জানিয়ে কড়া নাড়ছে অপেক্ষায় থাকা মানুষ। কিন্তু কেউ রাখছে না তাদের সেই অনুরোধ। মাথার ওপর গরম আর সড়কে উড়তে থাকা ধুলোয় বাড়ছে তাদের অপেক্ষার প্রহর।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে