নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানিকগঞ্জের নাগরপুর থেকে তিনটি গরু নিয়ে রাজধানীর গাবতলী হাটে এসেছেন পিকআপচালক ইমরান শেখ। হাটে ব্যাপারীর গরু নামিয়ে ফিরবেন গন্তব্যে। গত কয়েক দিনে পাঁচ থেকে ছয়বার এসেছেন গাবতলী হাটে। প্রতিদিন গরু নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে ফিরেছেন। কিন্তু আজ ভিন্নভাবে যাচ্ছেন ইমরান। গরু নিয়ে আসা গাড়িতেই আবার মানুষ নিয়ে যাচ্ছেন। তার ছোট পিকআপে বসিয়েছেন ১৫ জন। সিঙ্গাইর হয়ে মানিকগঞ্জে যাবেন। ভাড়া হাঁকাচ্ছেন ৩০০ করে। গাড়ি থামার কয়েক সেকেন্ডের মধ্যেই নারী ও পুরুষ যাত্রীতে তাঁর গাড়ি পূর্ণ হয়ে গেল।
ইমরান বলেন, আসার সময় গরু নিয়ে এসেছিলাম। এখন মানুষ নিয়ে যাচ্ছি। মানিকগঞ্জ পর্যন্ত জনপ্রতি ৩০০ করে নিচ্ছি। কথা বলতে বলতেই গাড়ি টান দেওয়ার তাড়া দিলেন তাঁর গাড়িতে চেপে বসা যাত্রীরা।
ট্রাকে এভাবে যাওয়ার কারণ জানতে চাইলে মিনারা বেগম বলেন, ‘ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে যাব। কিন্তু রাস্তায় গাড়ি নেই। এখন এভাবে যাওয়া ছাড়া উপায় নেই।’
বগুড়া থেকে গরু নিয়ে আসা ট্রাকেও যাত্রী ডাকতে দেখা গেল। সামনে এগিয়ে গিয়ে জানতে চাইলে ট্রাক থেকে চালকের সহকারী জানালেন, বগুড়া থেকে গত রাতে সাতটি গরু নিয়ে এসেছেন। এখন ফেরার পথে রাস্তা থেকে যাত্রী তুলছেন। বগুড়ায় জনপ্রতি ৭০০ টাকা। একদিকে ট্রাফিক পুলিশের তাড়া, অন্যদিকে যাত্রীদের গাড়ি থামানোর অনুরোধ। এভাবেই কয়েকজনকে তুলে নিলেন তাঁরা। সকাল থেকে গাড়ি না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঘরমুখী মানুষদের তুলতে দেখা গেছে। একেক গাড়ি একই গন্তব্যে বিভিন্ন পরিমাণ ভাড়া হাঁকতে দেখা গেল।
এদিকে গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা কোনো বাসই আর যাত্রী নিচ্ছে না। লোকাল বাসেও তিল ধারণের ঠাঁই নেই। তাই তারাও আর টার্মিনাল থেকে রাস্তায় এসে যাত্রী তুলছে না। প্রতি গাড়ির দরজা বন্ধ। আর এই বন্ধ দরজা খোলার অনুরোধ জানিয়ে কড়া নাড়ছে অপেক্ষায় থাকা মানুষ। কিন্তু কেউ রাখছে না তাদের সেই অনুরোধ। মাথার ওপর গরম আর সড়কে উড়তে থাকা ধুলোয় বাড়ছে তাদের অপেক্ষার প্রহর।

মানিকগঞ্জের নাগরপুর থেকে তিনটি গরু নিয়ে রাজধানীর গাবতলী হাটে এসেছেন পিকআপচালক ইমরান শেখ। হাটে ব্যাপারীর গরু নামিয়ে ফিরবেন গন্তব্যে। গত কয়েক দিনে পাঁচ থেকে ছয়বার এসেছেন গাবতলী হাটে। প্রতিদিন গরু নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে ফিরেছেন। কিন্তু আজ ভিন্নভাবে যাচ্ছেন ইমরান। গরু নিয়ে আসা গাড়িতেই আবার মানুষ নিয়ে যাচ্ছেন। তার ছোট পিকআপে বসিয়েছেন ১৫ জন। সিঙ্গাইর হয়ে মানিকগঞ্জে যাবেন। ভাড়া হাঁকাচ্ছেন ৩০০ করে। গাড়ি থামার কয়েক সেকেন্ডের মধ্যেই নারী ও পুরুষ যাত্রীতে তাঁর গাড়ি পূর্ণ হয়ে গেল।
ইমরান বলেন, আসার সময় গরু নিয়ে এসেছিলাম। এখন মানুষ নিয়ে যাচ্ছি। মানিকগঞ্জ পর্যন্ত জনপ্রতি ৩০০ করে নিচ্ছি। কথা বলতে বলতেই গাড়ি টান দেওয়ার তাড়া দিলেন তাঁর গাড়িতে চেপে বসা যাত্রীরা।
ট্রাকে এভাবে যাওয়ার কারণ জানতে চাইলে মিনারা বেগম বলেন, ‘ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে যাব। কিন্তু রাস্তায় গাড়ি নেই। এখন এভাবে যাওয়া ছাড়া উপায় নেই।’
বগুড়া থেকে গরু নিয়ে আসা ট্রাকেও যাত্রী ডাকতে দেখা গেল। সামনে এগিয়ে গিয়ে জানতে চাইলে ট্রাক থেকে চালকের সহকারী জানালেন, বগুড়া থেকে গত রাতে সাতটি গরু নিয়ে এসেছেন। এখন ফেরার পথে রাস্তা থেকে যাত্রী তুলছেন। বগুড়ায় জনপ্রতি ৭০০ টাকা। একদিকে ট্রাফিক পুলিশের তাড়া, অন্যদিকে যাত্রীদের গাড়ি থামানোর অনুরোধ। এভাবেই কয়েকজনকে তুলে নিলেন তাঁরা। সকাল থেকে গাড়ি না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঘরমুখী মানুষদের তুলতে দেখা গেছে। একেক গাড়ি একই গন্তব্যে বিভিন্ন পরিমাণ ভাড়া হাঁকতে দেখা গেল।
এদিকে গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা কোনো বাসই আর যাত্রী নিচ্ছে না। লোকাল বাসেও তিল ধারণের ঠাঁই নেই। তাই তারাও আর টার্মিনাল থেকে রাস্তায় এসে যাত্রী তুলছে না। প্রতি গাড়ির দরজা বন্ধ। আর এই বন্ধ দরজা খোলার অনুরোধ জানিয়ে কড়া নাড়ছে অপেক্ষায় থাকা মানুষ। কিন্তু কেউ রাখছে না তাদের সেই অনুরোধ। মাথার ওপর গরম আর সড়কে উড়তে থাকা ধুলোয় বাড়ছে তাদের অপেক্ষার প্রহর।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১০ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩৬ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে