নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির আওয়ামী লীগপন্থী সাবেক তিন সভাপতি, তিন সাধারণ সম্পাদকসহ ১১ আইনজীবীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। মামলায় সমিতির প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক পৃথকভাবে বর্তমান কার্যকরী কমিটির তিন সদস্য মামলাগুলো করেন।
ঢাকা আইনজীবী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান রানা ও কার্যকরী কমিটির সদস্য শামসুজ্জামান দিপু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, আজ সকালে আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা ও সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু বাদী হয়ে মামলাগুলো করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এসব মামলা করা হয়। আদালত প্রত্যেক মামলার বাদীর জবানবন্দি নেন। নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। পরে বিকেলের দিকে ১১ আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রথম মামলাটি ঢাকা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল বাদী হয়ে ২০২২-২৩ সালের কার্যকরী কমিটির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান মন্টু ও কোষাধ্যক্ষ মো. নূর হোসেনের বিরুদ্ধে করেন।
মামলার অভিযোগে বলা হয়, সমিতির দুটি ভবন নির্মাণকালে তাঁরা ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৪০১ টাকা ৩০ পয়সা অতিরিক্ত ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
এরপর বর্তমান কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা বাদী হয়ে সমিতির ২০২৩-২৪ সালের কমিটির সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের, কোষাধ্যক্ষ ফাতেমা মুন্নি ও সহসভাপতি শ্রী প্রাণনাথের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, সমিতির ভবন নির্মাণকালে তাঁরা ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৮ কোটি টাকা অতিরিক্ত ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
বর্তমান কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু আরেকটি মামলা করেন।
এই মামলায় ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটির সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. ওমর ফারুককে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সমিতির দুটি ভবন নির্মাণকালে তাঁরা ক্ষমতার অপব্যবহার করে ১১ লাখ ২০ হাজার ৫১১ টাকা ৪০ পয়সা অতিরিক্ত ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির আওয়ামী লীগপন্থী সাবেক তিন সভাপতি, তিন সাধারণ সম্পাদকসহ ১১ আইনজীবীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। মামলায় সমিতির প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক পৃথকভাবে বর্তমান কার্যকরী কমিটির তিন সদস্য মামলাগুলো করেন।
ঢাকা আইনজীবী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান রানা ও কার্যকরী কমিটির সদস্য শামসুজ্জামান দিপু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, আজ সকালে আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা ও সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু বাদী হয়ে মামলাগুলো করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এসব মামলা করা হয়। আদালত প্রত্যেক মামলার বাদীর জবানবন্দি নেন। নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। পরে বিকেলের দিকে ১১ আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রথম মামলাটি ঢাকা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল বাদী হয়ে ২০২২-২৩ সালের কার্যকরী কমিটির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান মন্টু ও কোষাধ্যক্ষ মো. নূর হোসেনের বিরুদ্ধে করেন।
মামলার অভিযোগে বলা হয়, সমিতির দুটি ভবন নির্মাণকালে তাঁরা ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৪০১ টাকা ৩০ পয়সা অতিরিক্ত ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
এরপর বর্তমান কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা বাদী হয়ে সমিতির ২০২৩-২৪ সালের কমিটির সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের, কোষাধ্যক্ষ ফাতেমা মুন্নি ও সহসভাপতি শ্রী প্রাণনাথের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, সমিতির ভবন নির্মাণকালে তাঁরা ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৮ কোটি টাকা অতিরিক্ত ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
বর্তমান কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু আরেকটি মামলা করেন।
এই মামলায় ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটির সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. ওমর ফারুককে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, সমিতির দুটি ভবন নির্মাণকালে তাঁরা ক্ষমতার অপব্যবহার করে ১১ লাখ ২০ হাজার ৫১১ টাকা ৪০ পয়সা অতিরিক্ত ব্যয় দেখিয়ে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে