Ajker Patrika

১ বছরের শিশুকে চুরি করে পালানোর অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে

১ বছরের শিশুকে চুরি করে পালানোর অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুরে বাড়ির ভাড়াটিয়া ১ বছর বয়সী মেয়ে শিশুকে চুরি করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিশুকে ফিরে পেতে শিশুর বাবা থানা ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১ এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী মেহেরুনসহ ও তাঁর পরিবারের সকল সদস্য পালিয়েছেন বলে জানা গেছে। 
 
আজ সোমবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুল খালেকের বাড়ি থেকে ওই শিশুকে চুরি করে নিয়ে যায় বাড়ির ভাড়াটিয়া মেহেরুন। অভিযুক্ত নারী মেহেরুনের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। 

চুরি হয়ে যাওয়া শিশু তাওফিকা আক্তার শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মো. সজিবুর রহমানের মেয়ে। 

শিশুটির বাবা সজিবুর রহমান বলেন, ‘গত শুক্রবার আমার স্ত্রী ফাহিমা আক্তার আমার একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে আমার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী মুলাইদ গ্রামে বেড়াতে যায়। আজ (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়া আমার মেয়ে শিশুকে চুরি করে বাসা থেকে পালিয়ে যায়। তাঁর সঙ্গে থাকা পরিবারের সকল সদস্যরাও পালিয়ে যায়। ঘটনা বুঝতে পারার পর মেহেরুনের (অভিযুক্ত) ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে মোবাইল ফোনটি বন্ধ পাই। পরে আমার সন্তানকে ফেরে পেতে থানা ও র‍্যাব অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছি।’ 

সজিবুর রহমান আরও বলেন, ‘মেহেরুন গত ৮ বছর ধরে আমার শ্বশুরবাড়িতে ভাড়া থাকত।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের কয়েকটি টিম শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত