মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। সামনে একটি অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের গবড়া গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিন ইমেজধারী প্রার্থী খুঁজছে—যাঁরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়িত, তাঁরা মনোনয়ন পাবেন না।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি হচ্ছে।’
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন—মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। সামনে একটি অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের গবড়া গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিন ইমেজধারী প্রার্থী খুঁজছে—যাঁরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়িত, তাঁরা মনোনয়ন পাবেন না।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি হচ্ছে।’
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন—মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার প্রমুখ।

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন লাখিরচর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোহিতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন ওরফে বশির মেম্বার (৪৫)
১৫ মিনিট আগে
সাদুল্লাপুরে শারমিন সুলতানা (৩৭) নামের এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী আহত নারীর মামলায় তাঁর সাবেক স্বামী আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা জমি-গাড়ি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বাণিজ্যিক স্পেস, দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
৩৩ মিনিট আগে