কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’র উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ঢাকার ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় লাইব্রেরিটি নির্মাণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা-ভাবনা ও মতামত আছে এবং তা প্রকাশের অধিকারও আছে। তবে সাংবাদিকদের মতামত নয় বরং ঘটনার সঠিক তথ্য খুঁজে নিয়ে আসতে হয়। আর এ কাজটি সাংবাদিকেরা করেন। লাইব্রেরিতে মানুষ প্রথমে ইতিহাস পায়। এরপর সেই ইতিহাসের সঠিক তথ্য খুঁজে পায়। আর তার ওপর ভিত্তি করে মতামত গড়ে উঠে।’ এসময় লাইব্রেরিসহ ডিআরইউর অন্যান্য বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন পাশে থাকবে বলেও তিনি নিশ্চয়তা দেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। করোনার কারণে দুই দেশের মধ্যে অনেক কার্যক্রমই থেমে আছে। তবে এখন যখন করোনা থেমে আসছে, তখন আমরা আশা করছি সেসব কার্যক্রম আবারও চালু হবে খুব দ্রুত।’
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন বইয়ে সমৃদ্ধ করা হয়েছে এ লাইব্রেরিটি। ভালো সাংবাদিক ও লেখক হতে হলে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। সেখান থেকে আমরা একটি লাইব্রেরির গুরুত্ব অনুধাবন করি এবং তা আজ বাস্তবে রূপ দিতে পেরেছি। আমরা আশা করি এখান থেকে সমৃদ্ধ হয়ে আরও ভালো সাংবাদিক ও লেখক আমরা পাব।’ এ সময়ে ভারতের গণমাধ্যম নিয়ে পড়াশোনায় বৃত্তির ক্ষেত্রে ডিআরইউয়ের সদস্যদের বিবেচনা করতে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বাংলাদেশ ও ভারত ভালো বন্ধু জানিয়ে সূচনা বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ও ভারতের যে বীরেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরুল ইসলাম হাসিব।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’র উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ঢাকার ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় লাইব্রেরিটি নির্মাণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা-ভাবনা ও মতামত আছে এবং তা প্রকাশের অধিকারও আছে। তবে সাংবাদিকদের মতামত নয় বরং ঘটনার সঠিক তথ্য খুঁজে নিয়ে আসতে হয়। আর এ কাজটি সাংবাদিকেরা করেন। লাইব্রেরিতে মানুষ প্রথমে ইতিহাস পায়। এরপর সেই ইতিহাসের সঠিক তথ্য খুঁজে পায়। আর তার ওপর ভিত্তি করে মতামত গড়ে উঠে।’ এসময় লাইব্রেরিসহ ডিআরইউর অন্যান্য বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন পাশে থাকবে বলেও তিনি নিশ্চয়তা দেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। করোনার কারণে দুই দেশের মধ্যে অনেক কার্যক্রমই থেমে আছে। তবে এখন যখন করোনা থেমে আসছে, তখন আমরা আশা করছি সেসব কার্যক্রম আবারও চালু হবে খুব দ্রুত।’
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন বইয়ে সমৃদ্ধ করা হয়েছে এ লাইব্রেরিটি। ভালো সাংবাদিক ও লেখক হতে হলে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। সেখান থেকে আমরা একটি লাইব্রেরির গুরুত্ব অনুধাবন করি এবং তা আজ বাস্তবে রূপ দিতে পেরেছি। আমরা আশা করি এখান থেকে সমৃদ্ধ হয়ে আরও ভালো সাংবাদিক ও লেখক আমরা পাব।’ এ সময়ে ভারতের গণমাধ্যম নিয়ে পড়াশোনায় বৃত্তির ক্ষেত্রে ডিআরইউয়ের সদস্যদের বিবেচনা করতে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বাংলাদেশ ও ভারত ভালো বন্ধু জানিয়ে সূচনা বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ও ভারতের যে বীরেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরুল ইসলাম হাসিব।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে