Ajker Patrika

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৩, ১৪: ০৬
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ভেতরে অবস্থিতি হাইসিকিউরিটি কারাগারে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

মৃত ব্যক্তির নাম সুমন ঢালী (৪৪)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী শেরদাবাদ গ্রামের কাদির ঢালীর ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। 

সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আরও জানান, সুমন ঢালী হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। আগেও তাঁকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। গত শুক্রবার রাত ১০টার দিকে সুমন ঢালী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ১০টার ১৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাতেই স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান জেল সুপার। আজ শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত