ঢামেক প্রতিবেদক

রাজধানীর সবুজবাগে বেগুনবাড়ি এলাকায় বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনের ১২ নম্বর রোডের একটি ফাঁকা জায়গা থেকে রিকশা চালকের মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে সবুজবাগ বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ব্লক-ই, রোড নম্বর ১২ এর একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। এ ছাড়া মাথার পেছনে থেঁতলানো আঘাত, থুতনির বাম পাশে আঁচড়ের দাগ দেখা যায়।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-রিকশা চালককে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। আর মরদেহটি গ্রিন মডেল টাউনের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত এবং ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
নিহত বিধান মণ্ডলের খালাতো ভাই সুজন মণ্ডল বলেন, পরিবারের সঙ্গে ডেমরা কায়েতপাড়া ৭০ নম্বর ওয়ার্ডে থাকতেন বিধান মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিধানের বাবা মহাদেব মণ্ডল ফার্নিচারের ব্যবসা করেন। দুই মাস আগেই বিধানকে তার বাবা অটোরিকশাটি কিনে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় খাওয়া-দাওয়া করে তিনি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। এরপর রাতে বাসায় না ফেরার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে রাতে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে একটি মরদেহ উদ্ধারের খবর জানতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ শনাক্ত করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই বিধানকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

রাজধানীর সবুজবাগে বেগুনবাড়ি এলাকায় বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনের ১২ নম্বর রোডের একটি ফাঁকা জায়গা থেকে রিকশা চালকের মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে সবুজবাগ বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ব্লক-ই, রোড নম্বর ১২ এর একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। এ ছাড়া মাথার পেছনে থেঁতলানো আঘাত, থুতনির বাম পাশে আঁচড়ের দাগ দেখা যায়।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-রিকশা চালককে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। আর মরদেহটি গ্রিন মডেল টাউনের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত এবং ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
নিহত বিধান মণ্ডলের খালাতো ভাই সুজন মণ্ডল বলেন, পরিবারের সঙ্গে ডেমরা কায়েতপাড়া ৭০ নম্বর ওয়ার্ডে থাকতেন বিধান মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিধানের বাবা মহাদেব মণ্ডল ফার্নিচারের ব্যবসা করেন। দুই মাস আগেই বিধানকে তার বাবা অটোরিকশাটি কিনে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় খাওয়া-দাওয়া করে তিনি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। এরপর রাতে বাসায় না ফেরার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে রাতে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে একটি মরদেহ উদ্ধারের খবর জানতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ শনাক্ত করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই বিধানকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৪ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৮ মিনিট আগে