সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে অন্যের প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে খুন হয়েছেন রুবেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। নিহতের লাশ উদ্ধারের চার ঘণ্টার মাথায় খুনের রহস্য উদ্ঘাটন করে এতে জড়িত ওই প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে র্যাব-৪। গতকাল শুক্রবার রাত ১০টায় র্যাব-৪ মানিকগঞ্জ (সিপিসি-৩) সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত বুধবার রাতে ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন রুবেল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। কোথাও না পাওয়া গেলে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যার কারণ অনুসন্ধান করে র্যাব জানায়, ফোর্ডনগর এলাকার বিজয় (১৯) ও শ্রাবণী আক্তারের (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী চাচা রুবেল মিয়া বিজয়ের মোবাইল ফোন জব্দ করেন। এ সময় মোবাইল ফোনে সংরক্ষিত ব্যক্তিগত ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেন এবং বিজয়কে প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে বলেন, অন্যথায় দেখে নেওয়ারও হুমকি দেন। এরপর শ্রাবণী আক্তারকে ব্যক্তিগত ছবি প্রচারের ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন রুবেল। প্রস্তাবে রাজি না হলে ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে একাধিকবার জানানো হয়। বিষয়গুলো প্রেমিক বিজয়কে জানান শ্রাবণী। তারপর দুজন মিলে রুবেলকে হত্যার পরিকল্পনা করেন।
র্যাব আরও জানায়, পরিকল্পনার অংশ হিসেবে বুধবার মধ্যরাতে ফোর্ডনগর এলাকার একটি ডেইরি ফার্মসংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আসতে বলেন। রুবেল মিয়া সেখানে এলে আগে থেকে ওত পেতে থাকা বিজয় পেছন থেকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়লে কাপড় কাটার কাঁচি দিয়ে গলা ও মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ মানিকগঞ্জের (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় ও শ্রাবণী হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। আসামিদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানিকগঞ্জের সিঙ্গাইরে অন্যের প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে খুন হয়েছেন রুবেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। নিহতের লাশ উদ্ধারের চার ঘণ্টার মাথায় খুনের রহস্য উদ্ঘাটন করে এতে জড়িত ওই প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে র্যাব-৪। গতকাল শুক্রবার রাত ১০টায় র্যাব-৪ মানিকগঞ্জ (সিপিসি-৩) সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত বুধবার রাতে ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন রুবেল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। কোথাও না পাওয়া গেলে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করে। শুক্রবার সকালে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যার কারণ অনুসন্ধান করে র্যাব জানায়, ফোর্ডনগর এলাকার বিজয় (১৯) ও শ্রাবণী আক্তারের (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী চাচা রুবেল মিয়া বিজয়ের মোবাইল ফোন জব্দ করেন। এ সময় মোবাইল ফোনে সংরক্ষিত ব্যক্তিগত ছবি তার নিজের মোবাইলে নিয়ে নেন এবং বিজয়কে প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে বলেন, অন্যথায় দেখে নেওয়ারও হুমকি দেন। এরপর শ্রাবণী আক্তারকে ব্যক্তিগত ছবি প্রচারের ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন রুবেল। প্রস্তাবে রাজি না হলে ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে একাধিকবার জানানো হয়। বিষয়গুলো প্রেমিক বিজয়কে জানান শ্রাবণী। তারপর দুজন মিলে রুবেলকে হত্যার পরিকল্পনা করেন।
র্যাব আরও জানায়, পরিকল্পনার অংশ হিসেবে বুধবার মধ্যরাতে ফোর্ডনগর এলাকার একটি ডেইরি ফার্মসংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আসতে বলেন। রুবেল মিয়া সেখানে এলে আগে থেকে ওত পেতে থাকা বিজয় পেছন থেকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। মাটিতে লুটিয়ে পড়লে কাপড় কাটার কাঁচি দিয়ে গলা ও মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ মানিকগঞ্জের (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় ও শ্রাবণী হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। আসামিদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২০ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে