ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতা মো. মইজুদ্দিন ও তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের পঞ্চরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন মারধরের শিকার শাহজাহান মিয়া। তিনি ভাড়ায় মোটরসাইকের চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
মামলা বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মারধরের শিকার শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল ভাড়া নেওয়ার কথা বলে মইজুদ্দিন আমাকে পঞ্চরাস্তার পশ্চিম পাশে তাঁর স’মিলে ডেকে আনেন। এ সময় তারা স’মিলের ভেতরে নিয়ে আমাকে বলে তুই আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিস। তোকে আজ শিক্ষা দেব। আমি তখন বলি, আমি বিয়ে ভাঙি নাই। প্রমাণ দেন, যে কোনো শাস্তি মেনে নেব। আমার কথা শেষ করার আগেই মইজুদ্দিন কাঠের বাটাম দিয়ে আমাকে এলাপাতারি মারতে থাকে। এর সঙ্গে মইজুদ্দিনের ছেলে লিমন, তার ভাই মফিজুল ও ভাতিজা আমিরুল আমাকে এলোপাতারি লাথি, ঘুষি মারতে থাকে। আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. জান্নাত আজকের পত্রিকাকে বলেন, মাথায় ৯টি সেলাই করা হয়েছে। আঘাত গুরুতর।
এ ব্যাপারে জানতে মো. মইজুদ্দিনের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়। পরে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী বলেন, মইজুদ্দিনের মেয়ের সম্প্রতি বিয়ে ঠিক হয়। কিন্তু অজ্ঞাত কারণ তা ভেঙে যায়। তখন মইজুদ্দিন এক কবিরাজের শরণাপন্ন হন। ওই কবিরাজ না কি বলেছে, তার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে শাহজাহান ও স্থানীয় আনোয়ার হোসেন (মইজুদ্দিনের দুরসম্পর্কের আত্মীয়) নামক দুই ব্যক্তি। এই রাগে মইজুদ্দিন শাহজাহানকে পিটিয়েছে।

মানিকগঞ্জের ঘিওরে মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতা মো. মইজুদ্দিন ও তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের পঞ্চরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন মারধরের শিকার শাহজাহান মিয়া। তিনি ভাড়ায় মোটরসাইকের চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
মামলা বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মারধরের শিকার শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল ভাড়া নেওয়ার কথা বলে মইজুদ্দিন আমাকে পঞ্চরাস্তার পশ্চিম পাশে তাঁর স’মিলে ডেকে আনেন। এ সময় তারা স’মিলের ভেতরে নিয়ে আমাকে বলে তুই আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিস। তোকে আজ শিক্ষা দেব। আমি তখন বলি, আমি বিয়ে ভাঙি নাই। প্রমাণ দেন, যে কোনো শাস্তি মেনে নেব। আমার কথা শেষ করার আগেই মইজুদ্দিন কাঠের বাটাম দিয়ে আমাকে এলাপাতারি মারতে থাকে। এর সঙ্গে মইজুদ্দিনের ছেলে লিমন, তার ভাই মফিজুল ও ভাতিজা আমিরুল আমাকে এলোপাতারি লাথি, ঘুষি মারতে থাকে। আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. জান্নাত আজকের পত্রিকাকে বলেন, মাথায় ৯টি সেলাই করা হয়েছে। আঘাত গুরুতর।
এ ব্যাপারে জানতে মো. মইজুদ্দিনের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়। পরে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী বলেন, মইজুদ্দিনের মেয়ের সম্প্রতি বিয়ে ঠিক হয়। কিন্তু অজ্ঞাত কারণ তা ভেঙে যায়। তখন মইজুদ্দিন এক কবিরাজের শরণাপন্ন হন। ওই কবিরাজ না কি বলেছে, তার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে শাহজাহান ও স্থানীয় আনোয়ার হোসেন (মইজুদ্দিনের দুরসম্পর্কের আত্মীয়) নামক দুই ব্যক্তি। এই রাগে মইজুদ্দিন শাহজাহানকে পিটিয়েছে।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে