গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। গতকাল বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার জন্য ছাত্রলীগের দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
কোটালীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, বুধবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ইয়াদুল নিজামীর সঙ্গে কলেজের এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। তিনি বিষয়টি মীমাংসা করে দিতে গেলে ক্ষিপ্ত হয়ে চলে যান ইয়াদুল। পরে ইয়াদুল গ্রুপের লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে এসে তাঁর লোকজনের ওপর হামলা চালান।
তিনি বলেন, এরপর দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এ ঘটনায় উভয় পক্ষের আট জন আহত হয়। এ সময় কলেজ চত্বরে থাকা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক পদবঞ্চিত ইয়াদুল নিজামী জানিয়েছেন, সন্ধ্যার আগে তাদের গ্রুপের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন সাধারণ সম্পাদক গ্রুপের লোকজন। আহতদের মধ্যে গুরুতর আহত ইমন নিজামীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং তাঁর ভাই ইব্রাহীমকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসব ঘটনার পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।
কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। গতকাল বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার জন্য ছাত্রলীগের দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
কোটালীপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, বুধবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা ইয়াদুল নিজামীর সঙ্গে কলেজের এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। তিনি বিষয়টি মীমাংসা করে দিতে গেলে ক্ষিপ্ত হয়ে চলে যান ইয়াদুল। পরে ইয়াদুল গ্রুপের লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে এসে তাঁর লোকজনের ওপর হামলা চালান।
তিনি বলেন, এরপর দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। এ ঘটনায় উভয় পক্ষের আট জন আহত হয়। এ সময় কলেজ চত্বরে থাকা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক পদবঞ্চিত ইয়াদুল নিজামী জানিয়েছেন, সন্ধ্যার আগে তাদের গ্রুপের দুজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন সাধারণ সম্পাদক গ্রুপের লোকজন। আহতদের মধ্যে গুরুতর আহত ইমন নিজামীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং তাঁর ভাই ইব্রাহীমকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসব ঘটনার পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।
কোটালীপাড়া থানার ওসি মো. ফিরোজ আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৮ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩১ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৪ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে