নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়টির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা।
এ সময় বিক্ষোভ সমাবেশে জুলাই ঘোষণাপত্র অতিদ্রুতই ঘোষণার দাবি করা হয়।
বিক্ষোভ সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ‘এ জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি। জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো।’
ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনার আশেপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাঁদেরকে অপসারণ করুন।’
মিনহাজ বলেন, ‘খুনি হাসিনাকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে ভারতে পালাতে বাধ্য করেছি, সেভাবে জুলাইয়ের রক্তের সঙ্গে যারা গাদ্দারি করবে তাঁদেরকেও আমরা পালাতে বাধ্য করব।
উপদেষ্টা মাহফুজের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাহফুজ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে। দেশের প্রশ্নে কেউ কাল হয়ে দাঁড়ালে আমরা তা সহ্য করব না।’
প্লাটফর্মের মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, ‘আজকে জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনও ঘরে ফিরে যায় নাই। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের গাদ্দারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের যোদ্ধারা ঘরে ফিরবে না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঘোষণা দিয়ে সসম্মানে আমাদের সঙ্গে থাকুন।’
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তিন দাবি জানিয়ে বলেন, ‘সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের অপসারণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোসর আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে।’

জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়টির রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা।
এ সময় বিক্ষোভ সমাবেশে জুলাই ঘোষণাপত্র অতিদ্রুতই ঘোষণার দাবি করা হয়।
বিক্ষোভ সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, ‘এ জুলাইয়ের রক্তের ওপর দিয়ে যারা ক্ষমতায় বসেছিল তারা বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান কোনো কাজ করেনি। জুলাইয়ের সৈনিকদের বিপদে ঠেলে দিয়ে তোমরা ক্ষমতা ক্ষমতা করো।’
ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনার আশেপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাঁদেরকে অপসারণ করুন।’
মিনহাজ বলেন, ‘খুনি হাসিনাকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে ভারতে পালাতে বাধ্য করেছি, সেভাবে জুলাইয়ের রক্তের সঙ্গে যারা গাদ্দারি করবে তাঁদেরকেও আমরা পালাতে বাধ্য করব।
উপদেষ্টা মাহফুজের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাহফুজ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে। দেশের প্রশ্নে কেউ কাল হয়ে দাঁড়ালে আমরা তা সহ্য করব না।’
প্লাটফর্মের মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, ‘আজকে জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনও ঘরে ফিরে যায় নাই। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের গাদ্দারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের যোদ্ধারা ঘরে ফিরবে না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঘোষণা দিয়ে সসম্মানে আমাদের সঙ্গে থাকুন।’
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তিন দাবি জানিয়ে বলেন, ‘সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের অপসারণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোসর আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৮ ঘণ্টা আগে