নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মঞ্চ-এর উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী নারী সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। বক্তব্য রাখেন, নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, জোছনা আক্তার ও মমতাজ বেগম।
নারী নেত্রীরা বলেন, মুরাদনগরে যে নারকীয় ঘটনা ঘটেছে তা শুধু একজন নারীর ওপর নির্যাতন নয়, এটি গোটা নারী সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ঘরের দরজা ভেঙে রাতের আঁধারে একজন সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশে নারীর প্রতি সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের একটি ধারাবাহিকতা।
তারা বলেন, ওই নারী একবার ধর্ষণের শিকার হয়েছেন, আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে দ্বিতীয়বার ধর্ষিত হয়েছেন। এ ধরনের ঘটনা নারীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে এবং নারীর জনজীবনে।
নেতৃবৃন্দ বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে মানুষ আশাবাদী হয়েছিল যে দেশে বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে বিগত ১০ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং নারী ও সংখ্যালঘুবিরোধী অপরাধ বেড়েছে।
তারা বলেন, ধর্ষণের মতো অপরাধে রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক। মুরাদনগর ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এসব অপরাধ বাড়তেই থাকবে। পাশাপাশি তারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল ও সামাজিক নিপীড়ন বন্ধে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে শেষ হয়।

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মঞ্চ-এর উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী নারী সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। বক্তব্য রাখেন, নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, জোছনা আক্তার ও মমতাজ বেগম।
নারী নেত্রীরা বলেন, মুরাদনগরে যে নারকীয় ঘটনা ঘটেছে তা শুধু একজন নারীর ওপর নির্যাতন নয়, এটি গোটা নারী সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ঘরের দরজা ভেঙে রাতের আঁধারে একজন সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশে নারীর প্রতি সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের একটি ধারাবাহিকতা।
তারা বলেন, ওই নারী একবার ধর্ষণের শিকার হয়েছেন, আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে দ্বিতীয়বার ধর্ষিত হয়েছেন। এ ধরনের ঘটনা নারীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে এবং নারীর জনজীবনে।
নেতৃবৃন্দ বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে মানুষ আশাবাদী হয়েছিল যে দেশে বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে বিগত ১০ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং নারী ও সংখ্যালঘুবিরোধী অপরাধ বেড়েছে।
তারা বলেন, ধর্ষণের মতো অপরাধে রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক। মুরাদনগর ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এসব অপরাধ বাড়তেই থাকবে। পাশাপাশি তারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল ও সামাজিক নিপীড়ন বন্ধে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে শেষ হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে