নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। আজ শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল বাশারের জানাজা নামাজ পড়ান সেগুনবাগিচা মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন। এর আগে বিকেল ৫টা ৮ মিনিটে তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আবুল বাশার নুরু ছিলেন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন সাংবাদিক ছিলেন। তাঁর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘নুরু একজন অজাতশত্রু সাংবাদিক ছিলেন। তিনি খুব সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে দুদিন আগেও আলাপ হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পরিবারের পক্ষ থেকে আবুল বাশারের মেয়ের জামাতা শিবলী সাদিক বলেন, ‘আমার শ্বশুর আজ দুপুরে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। তাঁকে আপনারা সবাই ভালো করে চেনেন, জানেন। চলার পথে অনেক কথা-কাটাকাটি হতে পারে। তাঁর কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তাঁকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, যেন তাঁকে জান্নাত নসিব করেন।’
জানাজায় উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী, আবুল বাশার নুরুর ভাই হেমায়েত ও তাঁর সহকর্মীরা।
জানাজা শেষে ৫টা ৪০ মিনিটে আবুল বাশার নুরুর মরদেহ তাঁর ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। আজ শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল বাশারের জানাজা নামাজ পড়ান সেগুনবাগিচা মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন। এর আগে বিকেল ৫টা ৮ মিনিটে তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আবুল বাশার নুরু ছিলেন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন সাংবাদিক ছিলেন। তাঁর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘নুরু একজন অজাতশত্রু সাংবাদিক ছিলেন। তিনি খুব সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে দুদিন আগেও আলাপ হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পরিবারের পক্ষ থেকে আবুল বাশারের মেয়ের জামাতা শিবলী সাদিক বলেন, ‘আমার শ্বশুর আজ দুপুরে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। তাঁকে আপনারা সবাই ভালো করে চেনেন, জানেন। চলার পথে অনেক কথা-কাটাকাটি হতে পারে। তাঁর কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তাঁকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, যেন তাঁকে জান্নাত নসিব করেন।’
জানাজায় উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী, আবুল বাশার নুরুর ভাই হেমায়েত ও তাঁর সহকর্মীরা।
জানাজা শেষে ৫টা ৪০ মিনিটে আবুল বাশার নুরুর মরদেহ তাঁর ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৫ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২২ মিনিট আগে