ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনশ্রী এলাকার নড়াই নদী থেকে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মাহফুজুর রহমান বিপ্লব (৪৫)।
আজ শনিবার বেলা সোয়া ১টার দিকে বনশ্রী বসুতি মা ও শিশু হাসপাতালসংলগ্ন নড়াই নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত মাহফুজুর রহমানের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামে। বাবার নাম মৃত শামসুল আলম। চায়না প্রজেক্টে কাজ করতেন তিনি। বর্তমানে স্ত্রীকে নিয়ে বনশ্রী জি–ব্লকের ১ নম্বর রোডের একটি বাড়িতে থাকতেন।
ডেমরা রাজাখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুব আলম বলেন, ২৯ আগস্ট সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৩০ আগস্ট রাতে খিলগাঁও থানায় তাঁর স্ত্রী নূরজাহান মিল্কি নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন। সবশেষ আজ শনিবার সকাল ৯টার দিকে স্বজনেরা খিলগাঁও থানাধীন বসুতি মা ও শিশু হাসপাতালের অপর পাশে নড়াই নদীর বাঁশের ব্রিজের নিচে পানিতে ভাসমান লাশ শনাক্ত করেন।
মো. মাহাবুব আলম বলেন, পানিতে ভাসতে থাকায় নৌ পুলিশে খবর দেওয়া হয়। বেলা দেড়টার দিকে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথার পেছনে একটি জখমের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া শরীর কিছুটা পচে ফুলে গেছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
নিহত মাহফুজুরের বড় ভাই মাহবুবুল আলম জুয়েল বলেন, ১৬-১৭ বছর আগে বিয়ে করেন তিনি। তবে তাঁর কোনো সন্তান নেই। ২৯ আগস্ট সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মাহফুজ। আজ সকালে লোক মারফত খবর পান, খিলগাঁও এলাকায় নদীতে একটি মরদেহ ভাসছে। পরে সেখানে গিয়ে ছোট ভাইয়ের মরদেহ শনাক্ত করেন তিনি। তবে কারা তাঁকে খুন করতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

রাজধানীর বনশ্রী এলাকার নড়াই নদী থেকে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মাহফুজুর রহমান বিপ্লব (৪৫)।
আজ শনিবার বেলা সোয়া ১টার দিকে বনশ্রী বসুতি মা ও শিশু হাসপাতালসংলগ্ন নড়াই নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত মাহফুজুর রহমানের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামে। বাবার নাম মৃত শামসুল আলম। চায়না প্রজেক্টে কাজ করতেন তিনি। বর্তমানে স্ত্রীকে নিয়ে বনশ্রী জি–ব্লকের ১ নম্বর রোডের একটি বাড়িতে থাকতেন।
ডেমরা রাজাখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুব আলম বলেন, ২৯ আগস্ট সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৩০ আগস্ট রাতে খিলগাঁও থানায় তাঁর স্ত্রী নূরজাহান মিল্কি নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন। সবশেষ আজ শনিবার সকাল ৯টার দিকে স্বজনেরা খিলগাঁও থানাধীন বসুতি মা ও শিশু হাসপাতালের অপর পাশে নড়াই নদীর বাঁশের ব্রিজের নিচে পানিতে ভাসমান লাশ শনাক্ত করেন।
মো. মাহাবুব আলম বলেন, পানিতে ভাসতে থাকায় নৌ পুলিশে খবর দেওয়া হয়। বেলা দেড়টার দিকে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথার পেছনে একটি জখমের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া শরীর কিছুটা পচে ফুলে গেছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
নিহত মাহফুজুরের বড় ভাই মাহবুবুল আলম জুয়েল বলেন, ১৬-১৭ বছর আগে বিয়ে করেন তিনি। তবে তাঁর কোনো সন্তান নেই। ২৯ আগস্ট সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মাহফুজ। আজ সকালে লোক মারফত খবর পান, খিলগাঁও এলাকায় নদীতে একটি মরদেহ ভাসছে। পরে সেখানে গিয়ে ছোট ভাইয়ের মরদেহ শনাক্ত করেন তিনি। তবে কারা তাঁকে খুন করতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে