Ajker Patrika

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে
ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালত এই আদেশ দেন। এর আগে, পুলিশ আইভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘প্রথমত আমাদের আদালতে ঠিকভাবে শুনানি করতে দেওয়া হয়নি। আমরা বলেছি এই মামলার ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মেডিকেল সার্টিফিকেটে তা প্রমাণিত। তা ছাড়া ইতিপূর্বে এই মামলায় যারা আসামি হয়েছেন, তাঁদের কেউই আইভীর নাম বলেননি। মামলার ভেতরে বাদী স্পষ্টভাবে উল্লেখ করেছেন শামীম ওসমানের গুলিতে নিহত হয়েছেন মিনারুল। এসব যুক্তিতে আমরা রিমান্ড নামঞ্জুর করার আবেদন জানাই। কিন্তু আদালত দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তার নির্দেশেই নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর এসব অস্ত্র-গোলাবারুদ কোথায় লুকিয়ে রেখেছে, তা জানাসহ ঘটনার বিস্তারিত তথ্য জানতে আমরা সাত দিনের রিমান্ডে নেওয়ার সুপারিশ জানাই। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত