Ajker Patrika

নারায়ণগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২০: ২১
নারায়ণগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ শহরের দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

আজ রোববার বিকেলে দ্বিগু বাবুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহ আলী ট্রেডার্স, আল আমীন ট্রেডার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

অভিযানের বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের কারসাজিতে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা ভারতের পেঁয়াজ আমদানিকে অজুহাত দাঁড় করাচ্ছেন। নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা ঢুকেছে, সেটারও দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’ 

দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকাতিনি আরও বলেন, ‘এখানে কোনো দোকানে মূল্যতালিকা নেই। বেশ কয়েকজন তথ্য দিতে চাচ্ছিলেন না। পরে তাঁদের ক্রয় রসিদ সংগ্রহ করে ঢাকার শ্যামবাজারে পাইকারি বিক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি। ক্রয় দামের সঙ্গে বিক্রয় দামের বড় গরমিল পাওয়া গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত