শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা

রাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় সহোদর ভাই হাসান-হোসাইন ও তাঁদের দুই বন্ধু রতন ও মিঠু আহত হন। ধারালো অস্ত্র দিয়ে হামলাকারীরা হাসানের মাথা, ঘাড়, কাঁধ ও হাতে একাধিক কোপ দেয়। রতন ও মিঠুকে বেধড়ক মারধর ও হোসাইনকে গুরুতর জখম করা হয়।
এ সময় হামলাকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত ব্যক্তিরা সম্পর্কে বন্ধু হন। তাঁদের মধ্যে হাসান (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় হাসানের বাবা আতাউর রহমান গতকাল রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় মামলা করেন। মামলায় নামীয় আসামিরা হলেন মোহাম্মদ হাফেজ, অনিক, শুভ, মিনহাজ, সাকিব, আরিফ, ফালান, বক্কর, আব্দুল্লাহ, আবির, সিয়াম ও জিদান। এ ছাড়া অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

রাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় সহোদর ভাই হাসান-হোসাইন ও তাঁদের দুই বন্ধু রতন ও মিঠু আহত হন। ধারালো অস্ত্র দিয়ে হামলাকারীরা হাসানের মাথা, ঘাড়, কাঁধ ও হাতে একাধিক কোপ দেয়। রতন ও মিঠুকে বেধড়ক মারধর ও হোসাইনকে গুরুতর জখম করা হয়।
এ সময় হামলাকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত ব্যক্তিরা সম্পর্কে বন্ধু হন। তাঁদের মধ্যে হাসান (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় হাসানের বাবা আতাউর রহমান গতকাল রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় মামলা করেন। মামলায় নামীয় আসামিরা হলেন মোহাম্মদ হাফেজ, অনিক, শুভ, মিনহাজ, সাকিব, আরিফ, ফালান, বক্কর, আব্দুল্লাহ, আবির, সিয়াম ও জিদান। এ ছাড়া অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৮ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১১ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৫ মিনিট আগে