ঢাবি প্রতিনিধি

চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। আজ শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখে।
অবরোধের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শাহবাগ, শাহবাগ থেকে ফার্মগেট, মৎস্য ভবন থেকে শাহবাগ রোড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন থেকে অনেকেই নেমে পড়েন এবং হেঁটে গন্তব্যে রওনা হন।
আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো—সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। এ সময় তারা নানান স্লোগান দিতে থাকে।
সনাতনী নাগরিকদের পক্ষে মিছিল নিয়ে আসা বিপ্লব ধর আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারকে তিন দিন সময় বেঁধে দিতে চাই। আমাদের দাবিগুলো যৌক্তিক। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি মানতে বাধ্য করা হবে।’
কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী অর্ণব বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি পেশ করা হয়। তারা কিন্তু আমাদের দাবি শুনে না। আমরা এবারে দাবি নিয়ে এসেছি, আদায় করে ছাড়ব।’
সনাতন ধর্মাবলম্বীদের এ কর্মসূচিতে জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। আজ শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখে।
অবরোধের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শাহবাগ, শাহবাগ থেকে ফার্মগেট, মৎস্য ভবন থেকে শাহবাগ রোড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন থেকে অনেকেই নেমে পড়েন এবং হেঁটে গন্তব্যে রওনা হন।
আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো—সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। এ সময় তারা নানান স্লোগান দিতে থাকে।
সনাতনী নাগরিকদের পক্ষে মিছিল নিয়ে আসা বিপ্লব ধর আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারকে তিন দিন সময় বেঁধে দিতে চাই। আমাদের দাবিগুলো যৌক্তিক। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি মানতে বাধ্য করা হবে।’
কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী অর্ণব বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি পেশ করা হয়। তারা কিন্তু আমাদের দাবি শুনে না। আমরা এবারে দাবি নিয়ে এসেছি, আদায় করে ছাড়ব।’
সনাতন ধর্মাবলম্বীদের এ কর্মসূচিতে জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে