আজকের পত্রিকা ডেস্ক

টানা পাঁচ ঘণ্টা ধরে রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থানের পর চাকরি পুনর্বহাল ও পেনশনের বিষয়ে আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেছেন বিজিবির চাকরিচ্যুত সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি মহাপরিচালকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।
এর আগে আজ সকাল থেকে জিগাতলায় বিজিবি সদর দপ্তরের চার নম্বর ফটকের সামনে তিন দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে চাকরিচ্যুত শতাধিক সাবেক বিজিবি সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় পুলিশের পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তবে আন্দোলনকারীরা মূল সড়কে অবস্থান না নেওয়ায় যান চলাচলে কোনো প্রভাব পড়েনি।
পরে দুপুরে বিজিবি মহাপরিচালকের আহ্বানে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সদর দপ্তরে প্রবেশ করে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিরা চাকরিচ্যুত সদস্যদের পুনরায় আবেদনের সুযোগ এবং বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন।
বৈঠক শেষে ‘চাকরি পুনর্বহাল কমিটি’র সমন্বয়ক শাহিন বলেন, বিষয়টি নিয়ে বিজিবি মহাপরিচালক খুবই আন্তরিকতা দেখিয়েছেন। চাকরিচ্যুত সবাই নির্দিষ্ট তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে পারবে। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে অবস্থান কর্মসূচির সময় চাকরিচ্যুত সদস্যরা তিনটি দাবি তুলে ধরেন। তাঁরা বলেন, সদস্যদের সম্পূর্ণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। পুনর্বহাল সম্ভব না হলে সরকারি সব সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। আর চাকরিচ্যুতির জন্য দায়ী আইনি কাঠামো ও বিচারব্যবস্থার সংস্কার আনতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক বিজিবি সদস্য অভিযোগ করেন, ‘আমরা পূর্ববর্তী (আওয়ামী লীগ) সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি। আমাদের দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাব।’
একই ধরনের অভিযোগ করেন সাবেক বিজিবি সদস্য আব্দুল হামিদ। তিনি বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক কারণে তাঁকে বাহিনী থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ফেসবুকে শেয়ার করায় তাঁকে চাকরিচ্যুত করা হয়।’
হামিদুর রহমান নামের এক সাবেক সদস্য বলেন, ‘নিবন্ধনহীন সিম ব্যবহার করে সীমান্ত অপরাধীদের ধরতে গিয়েছিলাম। অথচ সেটিকে অপরাধ হিসেবে দেখিয়ে আমাকে বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে।’
আরেক সদস্য বলেন, ‘১৫ আগস্টে বিয়ে করায় তিনি চাকরি হারিয়েছেন।’
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অধিকাংশেরই দাবি, রাজনৈতিক কারণেই তাদের চাকরি গেছে।
এদিকে কর্মসূচি স্থগিত হলেও আন্দোলনকারীরা বলছেন, আশ্বাসের পর তা বাস্তবায়ন না হলে আবার আন্দোলনে নামতে প্রস্তুত তাঁরা।

টানা পাঁচ ঘণ্টা ধরে রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থানের পর চাকরি পুনর্বহাল ও পেনশনের বিষয়ে আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেছেন বিজিবির চাকরিচ্যুত সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি মহাপরিচালকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।
এর আগে আজ সকাল থেকে জিগাতলায় বিজিবি সদর দপ্তরের চার নম্বর ফটকের সামনে তিন দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে চাকরিচ্যুত শতাধিক সাবেক বিজিবি সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় পুলিশের পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তবে আন্দোলনকারীরা মূল সড়কে অবস্থান না নেওয়ায় যান চলাচলে কোনো প্রভাব পড়েনি।
পরে দুপুরে বিজিবি মহাপরিচালকের আহ্বানে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সদর দপ্তরে প্রবেশ করে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিরা চাকরিচ্যুত সদস্যদের পুনরায় আবেদনের সুযোগ এবং বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন।
বৈঠক শেষে ‘চাকরি পুনর্বহাল কমিটি’র সমন্বয়ক শাহিন বলেন, বিষয়টি নিয়ে বিজিবি মহাপরিচালক খুবই আন্তরিকতা দেখিয়েছেন। চাকরিচ্যুত সবাই নির্দিষ্ট তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে পারবে। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে অবস্থান কর্মসূচির সময় চাকরিচ্যুত সদস্যরা তিনটি দাবি তুলে ধরেন। তাঁরা বলেন, সদস্যদের সম্পূর্ণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। পুনর্বহাল সম্ভব না হলে সরকারি সব সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। আর চাকরিচ্যুতির জন্য দায়ী আইনি কাঠামো ও বিচারব্যবস্থার সংস্কার আনতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক বিজিবি সদস্য অভিযোগ করেন, ‘আমরা পূর্ববর্তী (আওয়ামী লীগ) সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি। আমাদের দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাব।’
একই ধরনের অভিযোগ করেন সাবেক বিজিবি সদস্য আব্দুল হামিদ। তিনি বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক কারণে তাঁকে বাহিনী থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ফেসবুকে শেয়ার করায় তাঁকে চাকরিচ্যুত করা হয়।’
হামিদুর রহমান নামের এক সাবেক সদস্য বলেন, ‘নিবন্ধনহীন সিম ব্যবহার করে সীমান্ত অপরাধীদের ধরতে গিয়েছিলাম। অথচ সেটিকে অপরাধ হিসেবে দেখিয়ে আমাকে বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে।’
আরেক সদস্য বলেন, ‘১৫ আগস্টে বিয়ে করায় তিনি চাকরি হারিয়েছেন।’
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অধিকাংশেরই দাবি, রাজনৈতিক কারণেই তাদের চাকরি গেছে।
এদিকে কর্মসূচি স্থগিত হলেও আন্দোলনকারীরা বলছেন, আশ্বাসের পর তা বাস্তবায়ন না হলে আবার আন্দোলনে নামতে প্রস্তুত তাঁরা।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১১ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৪৩ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে