গুলশান-বাড্ডা (ঢাকা) প্রতিনিধি

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে বাসার ছাদে বিদ্যুতায়িত হন খায়রুল নামের এক যুবক। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চার দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতায়িত হয়ে খায়রুলের মারা গেছেন।
কিন্তু এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করতে এসে সিআইডি বলছে, দুর্ঘটনায় নয়, কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে খায়রুলকে। আর এই কাজটি করেছেন রাজধানীর উত্তর বাড্ডা এলাকারই ব্যবসায়ী ইয়াকুব আলী (৪৬)। কিন্তু ইয়াকুব আলীর অভিযোগ—মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁর কাছ থেকে টাকা আদায় করেছেন সিআইডির দুই কর্মকর্তা।
খায়রুলের মৃত্যুর পাঁচ দিন পর বাবা আব্দুল কুদ্দুস সিকদার ১ জুলাই ২০২০ সালে বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ওই বছরের ২০ জুন প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে মেয়ের বাবা নাদিম আহমেদসহ অজ্ঞাত ৪-৫ জন পিটিয়ে খায়রুলকে পাশের বাড়ির ছাদে ফেলে রাখেন। পরবর্তী সময়ে থানা-পুলিশ হয়ে মামলার তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি ঢাকা মেট্রো (উত্তর) ঘটনার তদন্তে নেমে চলতি বছরের ১০ জুন দিবাগত রাতে বাসা থেকে তুলে নিয়ে যায় এলাকার বেকারি ব্যবসায়ী ইয়াকুব আলীকে। সিআইডির কর্মকর্তারা দাবি করেন, নিহত খায়রুল ইসলামকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর ইয়াকুব এই হত্যাকাণ্ডের জন্য কেরোসিন নিয়ে এসেছিলেন। পরে এক দিন রিমান্ড শেষে ইয়াকুবকে জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।
হত্যা মামলার অভিযুক্ত ইয়াকুবের অভিযোগ, সেই রাতে তাঁকে আটকের পর সিআইডি কার্যালয়ে ৬০ ঘণ্টা আটক রেখে ১০ লাখ টাকা দাবি করেন সিআইডির দুই কর্মকর্তা। কিছু টাকা দিয়ে বাকি টাকা না দিতে পারায় তাঁকে জেলে পাঠানো হয়। এরপর জামিনে বেরিয়ে অন্যায়ের প্রতিকার চেয়ে তিনি পুলিশ সদর দপ্তর, সিআইডি সদর দপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন।
অভিযোগে ইয়াকুব উল্লেখ করেন, এই মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না। কিন্তু সিআইডি তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে সিআইডির দুজন কর্মকর্তা ভয়ভীতি দেখিয়ে তাঁর ছোট ভাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করেন। অবশ্য অভিযোগ ওঠা সিআইডির ওই দুই কর্মকর্তা বলছেন, কথিত প্রেমিকার মা ও প্রেমিকার দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে অভিযুক্ত ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
কিন্তু খায়রুলের সেই কথিত প্রেমিকার মা সাহেলি বেগম বলেন, ‘সিআইডি আমাকে ও আমার মেয়েকে নিয়ে অনেক অত্যাচার করেছে। তারা বলেছে, আমরা যেন ইয়াকুব আলীর বিরুদ্ধে তাদের শেখানো কথা অনুযায়ী সাক্ষ্য দিই। পরে ভয়ে আমরা জবানবন্দি দিয়েছি।’
জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. খালিদুল হক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, মা এবং মেয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই ইয়াকুব আলীর সংশ্লিষ্টতা আছে বিধায় এ মামলায় তাঁকে আটক করা হয়। আর টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দোলন মজুমদার বলেন, ‘আমি আর এই মামলায় তদন্ত কর্মকর্তা নেই। অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা। আমরা জোর করেও কারও বিরুদ্ধে জবানবন্দি করাইনি।’
অন্যদিকে গত ২৭ জুলাই ২০২১ সালে নোটারি পাবলিকের হলফনামায় কথিত প্রেমিকা ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেন, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ইয়াকুবের নামে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সিআইডির কর্মকর্তারা তাঁদের চাপ দিয়েছিলেন। ইয়াকুব আলীর সঙ্গে তাঁদের পরিবারের কোনো সম্পর্ক নেই। এর আগে ২৭ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ উর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন, সেখানে ইয়াকুব আলীর সংশ্লিষ্টতা আছে বলে কোনো তথ্য দেননি ওই কথিত প্রেমিকা।

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে বাসার ছাদে বিদ্যুতায়িত হন খায়রুল নামের এক যুবক। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চার দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতায়িত হয়ে খায়রুলের মারা গেছেন।
কিন্তু এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করতে এসে সিআইডি বলছে, দুর্ঘটনায় নয়, কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে খায়রুলকে। আর এই কাজটি করেছেন রাজধানীর উত্তর বাড্ডা এলাকারই ব্যবসায়ী ইয়াকুব আলী (৪৬)। কিন্তু ইয়াকুব আলীর অভিযোগ—মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁর কাছ থেকে টাকা আদায় করেছেন সিআইডির দুই কর্মকর্তা।
খায়রুলের মৃত্যুর পাঁচ দিন পর বাবা আব্দুল কুদ্দুস সিকদার ১ জুলাই ২০২০ সালে বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ওই বছরের ২০ জুন প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে মেয়ের বাবা নাদিম আহমেদসহ অজ্ঞাত ৪-৫ জন পিটিয়ে খায়রুলকে পাশের বাড়ির ছাদে ফেলে রাখেন। পরবর্তী সময়ে থানা-পুলিশ হয়ে মামলার তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি ঢাকা মেট্রো (উত্তর) ঘটনার তদন্তে নেমে চলতি বছরের ১০ জুন দিবাগত রাতে বাসা থেকে তুলে নিয়ে যায় এলাকার বেকারি ব্যবসায়ী ইয়াকুব আলীকে। সিআইডির কর্মকর্তারা দাবি করেন, নিহত খায়রুল ইসলামকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর ইয়াকুব এই হত্যাকাণ্ডের জন্য কেরোসিন নিয়ে এসেছিলেন। পরে এক দিন রিমান্ড শেষে ইয়াকুবকে জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।
হত্যা মামলার অভিযুক্ত ইয়াকুবের অভিযোগ, সেই রাতে তাঁকে আটকের পর সিআইডি কার্যালয়ে ৬০ ঘণ্টা আটক রেখে ১০ লাখ টাকা দাবি করেন সিআইডির দুই কর্মকর্তা। কিছু টাকা দিয়ে বাকি টাকা না দিতে পারায় তাঁকে জেলে পাঠানো হয়। এরপর জামিনে বেরিয়ে অন্যায়ের প্রতিকার চেয়ে তিনি পুলিশ সদর দপ্তর, সিআইডি সদর দপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন।
অভিযোগে ইয়াকুব উল্লেখ করেন, এই মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না। কিন্তু সিআইডি তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে সিআইডির দুজন কর্মকর্তা ভয়ভীতি দেখিয়ে তাঁর ছোট ভাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করেন। অবশ্য অভিযোগ ওঠা সিআইডির ওই দুই কর্মকর্তা বলছেন, কথিত প্রেমিকার মা ও প্রেমিকার দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে অভিযুক্ত ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
কিন্তু খায়রুলের সেই কথিত প্রেমিকার মা সাহেলি বেগম বলেন, ‘সিআইডি আমাকে ও আমার মেয়েকে নিয়ে অনেক অত্যাচার করেছে। তারা বলেছে, আমরা যেন ইয়াকুব আলীর বিরুদ্ধে তাদের শেখানো কথা অনুযায়ী সাক্ষ্য দিই। পরে ভয়ে আমরা জবানবন্দি দিয়েছি।’
জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. খালিদুল হক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, মা এবং মেয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই ইয়াকুব আলীর সংশ্লিষ্টতা আছে বিধায় এ মামলায় তাঁকে আটক করা হয়। আর টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দোলন মজুমদার বলেন, ‘আমি আর এই মামলায় তদন্ত কর্মকর্তা নেই। অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা। আমরা জোর করেও কারও বিরুদ্ধে জবানবন্দি করাইনি।’
অন্যদিকে গত ২৭ জুলাই ২০২১ সালে নোটারি পাবলিকের হলফনামায় কথিত প্রেমিকা ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেন, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ইয়াকুবের নামে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সিআইডির কর্মকর্তারা তাঁদের চাপ দিয়েছিলেন। ইয়াকুব আলীর সঙ্গে তাঁদের পরিবারের কোনো সম্পর্ক নেই। এর আগে ২৭ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ উর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন, সেখানে ইয়াকুব আলীর সংশ্লিষ্টতা আছে বলে কোনো তথ্য দেননি ওই কথিত প্রেমিকা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
১১ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১৬ মিনিট আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
১ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১ ঘণ্টা আগে