আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনালে অভিযান চালিয়ে ব্যাপক গ্রাহক হয়রানি, চাঁদাবাজিসহ অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর দুদকের পৃথক তিনটি টিম এই অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
দুদকের অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অভিযানে সায়েদাবাদ টার্মিনালে দূরপাল্লার বাসসহ লোকাল বাসগুলোর কাউন্টারে কোনো নির্দিষ্ট ভাড়ার তালিকা পাননি তাঁরা। এ ছাড়া নিয়ম না মেনে একেকজনের কাছ থেকে একেক রকম ভাড়া আদায় করতেও দেখেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, চাঁদা ও সমিতির নামে টার্মিনালগুলো থেকে আদায় করা বিপুল টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তুলে থাকতে পারে। কারণ, এসব টাকা আদায়ের কোনো বৈধতা বা নিয়ম নেই।
সূত্রটি জানায়, এ ছাড়া প্রতিটি গাড়িকে সিরিয়ালে ছাড়ার জন্য বাস মালিক সমিতিকে একটি পরিবহন ছাড়পত্রনামীয় ভাউচারে ‘ছাড়পত্র’ বাবদ ২০০ থেকে ৩০০ টাকা দিতে হয়। এভাবে টাকা আদায়ের কোনো নিয়ম না থাকলেও শ্রমিকদের নাম ভাঙিয়ে টাকা আদায় করা হচ্ছে বলে জানায় তারা।
একই দিনে অভিযান চালাতে গিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী গাড়ি থেকে চাঁদা আদায় এবং হয়রানির সত্যতা পেয়েছে দুদক। এই টার্মিনালে প্রতিটি গাড়িকে সিরিয়ালে ছাড়ার জন্য বাস মালিক সমিতিকে একটি পরিবহন ছাড়পত্রের নামে ১১০ টাকা আদায় করতে দেখা যায় বলে জানায় দুদক।
দুদক কর্মকর্তারা জানান, দূরপাল্লার বাসগুলোর মাঝপথে সাভার, চন্দ্রা, গাজীপুর মালিক সমিতিকে, টিআই এবং সার্জেন্টকে মাসিক বা দৈনিক ভিত্তিতে একটা নির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে হয়। তবে এ টাকা কী প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, তার কোনো তথ্য অভিযানকালে পাওয়া যায়নি।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ইজারা ভিত্তিতে দৈনিক বাসপ্রতি ৫০ টাকা চাঁদা তুলতে দেখা যায়। এর বৈধতা যাচাই করতে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ কাগজপত্র চাওয়া হয়েছে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন প্রতিবেদন আকারে দাখিল করবে।

রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনালে অভিযান চালিয়ে ব্যাপক গ্রাহক হয়রানি, চাঁদাবাজিসহ অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর দুদকের পৃথক তিনটি টিম এই অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
দুদকের অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অভিযানে সায়েদাবাদ টার্মিনালে দূরপাল্লার বাসসহ লোকাল বাসগুলোর কাউন্টারে কোনো নির্দিষ্ট ভাড়ার তালিকা পাননি তাঁরা। এ ছাড়া নিয়ম না মেনে একেকজনের কাছ থেকে একেক রকম ভাড়া আদায় করতেও দেখেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, চাঁদা ও সমিতির নামে টার্মিনালগুলো থেকে আদায় করা বিপুল টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তুলে থাকতে পারে। কারণ, এসব টাকা আদায়ের কোনো বৈধতা বা নিয়ম নেই।
সূত্রটি জানায়, এ ছাড়া প্রতিটি গাড়িকে সিরিয়ালে ছাড়ার জন্য বাস মালিক সমিতিকে একটি পরিবহন ছাড়পত্রনামীয় ভাউচারে ‘ছাড়পত্র’ বাবদ ২০০ থেকে ৩০০ টাকা দিতে হয়। এভাবে টাকা আদায়ের কোনো নিয়ম না থাকলেও শ্রমিকদের নাম ভাঙিয়ে টাকা আদায় করা হচ্ছে বলে জানায় তারা।
একই দিনে অভিযান চালাতে গিয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন সড়কে চলাচলকারী গাড়ি থেকে চাঁদা আদায় এবং হয়রানির সত্যতা পেয়েছে দুদক। এই টার্মিনালে প্রতিটি গাড়িকে সিরিয়ালে ছাড়ার জন্য বাস মালিক সমিতিকে একটি পরিবহন ছাড়পত্রের নামে ১১০ টাকা আদায় করতে দেখা যায় বলে জানায় দুদক।
দুদক কর্মকর্তারা জানান, দূরপাল্লার বাসগুলোর মাঝপথে সাভার, চন্দ্রা, গাজীপুর মালিক সমিতিকে, টিআই এবং সার্জেন্টকে মাসিক বা দৈনিক ভিত্তিতে একটা নির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে হয়। তবে এ টাকা কী প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, তার কোনো তথ্য অভিযানকালে পাওয়া যায়নি।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ইজারা ভিত্তিতে দৈনিক বাসপ্রতি ৫০ টাকা চাঁদা তুলতে দেখা যায়। এর বৈধতা যাচাই করতে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ কাগজপত্র চাওয়া হয়েছে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন প্রতিবেদন আকারে দাখিল করবে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২৮ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে