গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন নিসর্গ নামের একটি রিসোর্টে দুটি পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার কালীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার (২৬ মে) দিবাগত রাত ২টা ও ভোর ৪টার দিকে রিসোর্টের আশপাশে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হলে রিসোর্টের লোকজন তা নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনার পরদিন মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় বুধবার নিসর্গ রিসোর্টের ডিউটি অফিসার ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলা নং-২০(৫)২৫।
সূত্র আরও জানায়, নিসর্গ রিসোর্টটি পরিচালনা করে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি।
মামলার বাদী অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল ওয়াদুদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমাদের ভয়ভীতি দেখানোর জন্য কেউ হয়তো এমনটি করে থাকতে পারেন।’
বিষয়টি জানার জন্য বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের মোবাইলে ফোন করা হলে একজন এসআই ফোন রিসিভ করেন। তিনি বলেন, স্যার মিটিংয়ে আছেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার কাজ করছি।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট পরিচালিত নিসর্গ রিসোর্টে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে রিসোর্টের পূর্বদিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রথম একটি পেট্রলবোমা নিক্ষেপ করলে সেটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ভোররাতে আবারও দোতলা ভবনের লবিতে একটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে আনসার সদস্য সাফায়েত, আব্দুল আজিজ, আল-আমিন, রাকিব ও আলমগীর কবির তা নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল, ভাঙা কাচ উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, পরে অনুসন্ধানে জানা যায়, সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রিসোর্টের পূর্ব পাশের কাঁঠালবাগানে গোপন বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের উদ্দেশ্যেই তারা ওই বৈঠক করে এবং পরিকল্পিতভাবে নিসর্গ রিসোর্টের সীমানাপ্রাচীরের ভেতরে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়।
মামলার বাদী আব্দুল ওয়াদুদ বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রথমে একটি পেট্রলবোমা রিসোর্টের পূর্বদিকে ফেলে। এরপর ভোররাত ৪টার দিকে আরেকটি বোমা এসে রিসোর্টের একটি দোতলা ভবনের লবিতে পড়ে। দুটিতেই আগুন লাগে, আনসার সদস্যরা তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণ করেন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা বুধবার মামলা করা হয়।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রিসোর্টটি নির্জন এলাকায় অবস্থিত। দুর্বৃত্তরা রাতের আঁধারে কাজটি করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে কাজ করছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন নিসর্গ নামের একটি রিসোর্টে দুটি পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার কালীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার (২৬ মে) দিবাগত রাত ২টা ও ভোর ৪টার দিকে রিসোর্টের আশপাশে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হলে রিসোর্টের লোকজন তা নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনার পরদিন মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় বুধবার নিসর্গ রিসোর্টের ডিউটি অফিসার ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলা নং-২০(৫)২৫।
সূত্র আরও জানায়, নিসর্গ রিসোর্টটি পরিচালনা করে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি।
মামলার বাদী অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল ওয়াদুদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমাদের ভয়ভীতি দেখানোর জন্য কেউ হয়তো এমনটি করে থাকতে পারেন।’
বিষয়টি জানার জন্য বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের মোবাইলে ফোন করা হলে একজন এসআই ফোন রিসিভ করেন। তিনি বলেন, স্যার মিটিংয়ে আছেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার কাজ করছি।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট পরিচালিত নিসর্গ রিসোর্টে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে রিসোর্টের পূর্বদিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রথম একটি পেট্রলবোমা নিক্ষেপ করলে সেটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ভোররাতে আবারও দোতলা ভবনের লবিতে একটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে আনসার সদস্য সাফায়েত, আব্দুল আজিজ, আল-আমিন, রাকিব ও আলমগীর কবির তা নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল, ভাঙা কাচ উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, পরে অনুসন্ধানে জানা যায়, সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রিসোর্টের পূর্ব পাশের কাঁঠালবাগানে গোপন বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের উদ্দেশ্যেই তারা ওই বৈঠক করে এবং পরিকল্পিতভাবে নিসর্গ রিসোর্টের সীমানাপ্রাচীরের ভেতরে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়।
মামলার বাদী আব্দুল ওয়াদুদ বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রথমে একটি পেট্রলবোমা রিসোর্টের পূর্বদিকে ফেলে। এরপর ভোররাত ৪টার দিকে আরেকটি বোমা এসে রিসোর্টের একটি দোতলা ভবনের লবিতে পড়ে। দুটিতেই আগুন লাগে, আনসার সদস্যরা তাৎক্ষণিক তা নিয়ন্ত্রণ করেন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা বুধবার মামলা করা হয়।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রিসোর্টটি নির্জন এলাকায় অবস্থিত। দুর্বৃত্তরা রাতের আঁধারে কাজটি করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে