নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন হারবাল ওষুধ বিক্রির অভিযোগে এক ভিয়েতনামের নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন ভিয়েতনামের নাগরিক ট্রান আনহা থো ওরফে মি. টনি এবং বাংলাদেশি নাগরিক নুরুল আমিন ওরফে ইয়ামিন। তাঁদের কাছ থেকে চারটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং ভিয়েতনাম ও চায়নার তৈরি বিভিন্ন হারবাল ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবারের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশের হারবাল ওষুধ বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় গতকাল ২৪ মে শাহবাগ থানায় একটি মামলা করেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হারুন অর রশীদ। ওই মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের গতকাল গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, মামলা তদন্ত করতে গিয়ে তারা গুলশানের ইউনিক শিপিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পায়। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যমন্ত্রী, সেলিব্রেটিসহ বিভিন্ন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে নিম্নমানের প্রসাধনী ও হারবাল পণ্য বিক্রি করত।
ডিবি সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হতো। ফেসবুকের এসব পেজ ও গ্রুপ ভিয়েতনাম থেকে পরিচালনা করা হতো। ভিয়েতনামে মার্কেটিং টিমও রয়েছে। খ্যাতিমান মানুষের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এসব পণ্য অর্ডার করত। সব অর্ডার ভিয়েতনামে চলে যায় এবং এক্সেল সিটের মাধ্যমে সেগুলো ফের গুলশানের অফিসে পাঠানো হতো। এরপর গুলশানের অফিস থেকে এসব নিম্নমানের হারবাল ওষুধ সরবরাহ করা হয়। এটি একটি আন্তদেশীয় প্রতারক চক্র।
তারা মূলত টাক মাথায় চুল গজানো, মুখের রং ফরসাকারী এবং মুখের মেছতা ও কালো দাগের চিকিৎসার কথা বলে এসব হারবাল বিক্রি করত।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন হারবাল ওষুধ বিক্রির অভিযোগে এক ভিয়েতনামের নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন ভিয়েতনামের নাগরিক ট্রান আনহা থো ওরফে মি. টনি এবং বাংলাদেশি নাগরিক নুরুল আমিন ওরফে ইয়ামিন। তাঁদের কাছ থেকে চারটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং ভিয়েতনাম ও চায়নার তৈরি বিভিন্ন হারবাল ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবারের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশের হারবাল ওষুধ বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় গতকাল ২৪ মে শাহবাগ থানায় একটি মামলা করেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হারুন অর রশীদ। ওই মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের গতকাল গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, মামলা তদন্ত করতে গিয়ে তারা গুলশানের ইউনিক শিপিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পায়। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যমন্ত্রী, সেলিব্রেটিসহ বিভিন্ন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে নিম্নমানের প্রসাধনী ও হারবাল পণ্য বিক্রি করত।
ডিবি সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হতো। ফেসবুকের এসব পেজ ও গ্রুপ ভিয়েতনাম থেকে পরিচালনা করা হতো। ভিয়েতনামে মার্কেটিং টিমও রয়েছে। খ্যাতিমান মানুষের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এসব পণ্য অর্ডার করত। সব অর্ডার ভিয়েতনামে চলে যায় এবং এক্সেল সিটের মাধ্যমে সেগুলো ফের গুলশানের অফিসে পাঠানো হতো। এরপর গুলশানের অফিস থেকে এসব নিম্নমানের হারবাল ওষুধ সরবরাহ করা হয়। এটি একটি আন্তদেশীয় প্রতারক চক্র।
তারা মূলত টাক মাথায় চুল গজানো, মুখের রং ফরসাকারী এবং মুখের মেছতা ও কালো দাগের চিকিৎসার কথা বলে এসব হারবাল বিক্রি করত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে