প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যরা মারধর করেছেন। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম নূর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে আহত নূর হোসেন সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় স্মৃতিসৌধে কর্তব্যরত গণপূর্ত বিভাগের ইনচার্জ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান শিক্ষার্থীকে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চারজন আনসার সদস্য তাঁকে মারধর করে। ঘটনাটি জানা মাত্র আমি সেখানে উপস্থিত হই। কিছুক্ষণ পরে পুলিশ আসে। সেখানে সাময়িক কিছু আলোচনার পর শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে।'
ভুক্তভোগী শিক্ষার্থী নূর হোসেন বলেন, 'আমি বিকেলে আমার দুজন ভাগিনা নিয়ে স্মৃতিসৌধ ঘুরতে যাই। সেখানে অনেককে অর্থের বিনিময়ে প্রবেশ করতে দিচ্ছিল দায়িত্বরত আনসার সদস্যরা। আমি এ অন্যায়ের প্রতিবাদ করলে তাঁরা আমাকে প্রথমে একটি কক্ষে নিয়ে আবদ্ধ করে। পরে অত্যন্ত নারকীয় কায়দায় সাত-আটজন আনসার সদস্য আমার ঠোঁট, গলা ও তলপেটে মারাত্মকভাবে আঘাত করে। মাথাতেও মারাত্মক আঘাত করে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত লাঠি দিয়ে আমার পা থেঁতলে দেওয়া হয়েছে।'
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, 'আমি নূরকে নিয়ে হাসপাতালে আছি। তাঁকে অমানবিক নির্যাতন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও তাঁকে অমানুষিক নির্যাতন করে আনসার সদস্যরা।'
তিনি আরও বলেন, 'নূরের চিকিৎসা ব্যয় স্মৃতিসৌধ প্রশাসনকে বহন করতে হবে। এ ঘটনায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদে আমরা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করব।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যরা মারধর করেছেন। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম নূর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে আহত নূর হোসেন সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় স্মৃতিসৌধে কর্তব্যরত গণপূর্ত বিভাগের ইনচার্জ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান শিক্ষার্থীকে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আনসার সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চারজন আনসার সদস্য তাঁকে মারধর করে। ঘটনাটি জানা মাত্র আমি সেখানে উপস্থিত হই। কিছুক্ষণ পরে পুলিশ আসে। সেখানে সাময়িক কিছু আলোচনার পর শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে।'
ভুক্তভোগী শিক্ষার্থী নূর হোসেন বলেন, 'আমি বিকেলে আমার দুজন ভাগিনা নিয়ে স্মৃতিসৌধ ঘুরতে যাই। সেখানে অনেককে অর্থের বিনিময়ে প্রবেশ করতে দিচ্ছিল দায়িত্বরত আনসার সদস্যরা। আমি এ অন্যায়ের প্রতিবাদ করলে তাঁরা আমাকে প্রথমে একটি কক্ষে নিয়ে আবদ্ধ করে। পরে অত্যন্ত নারকীয় কায়দায় সাত-আটজন আনসার সদস্য আমার ঠোঁট, গলা ও তলপেটে মারাত্মকভাবে আঘাত করে। মাথাতেও মারাত্মক আঘাত করে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত লাঠি দিয়ে আমার পা থেঁতলে দেওয়া হয়েছে।'
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, 'আমি নূরকে নিয়ে হাসপাতালে আছি। তাঁকে অমানবিক নির্যাতন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও তাঁকে অমানুষিক নির্যাতন করে আনসার সদস্যরা।'
তিনি আরও বলেন, 'নূরের চিকিৎসা ব্যয় স্মৃতিসৌধ প্রশাসনকে বহন করতে হবে। এ ঘটনায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদে আমরা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করব।'

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে