নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ ও নিপুণকে চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আপিল বিভাগ। নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
এদিকে আদেশের পর চিত্রনায়িকা নিপুণের পক্ষে থাকা ব্যারিস্টার রুকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করেছিলেন। তাতে নিপুণ পদে বসা ছিল। এখনো তাই থাকবে।’
তবে চিত্রনায়ক জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘চার সপ্তাহের জন্য আবেদন স্ট্যান্ডওভার রেখেছেন। নিপুণকে লিভ টু আপিল করতে বলেছেন। আর চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। তার মানে জায়েদ খান দায়িত্ব পালন করতে পারবেন।’
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল গত ২ মার্চ যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। এরপর ৩ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করেন নিপুণ আক্তার। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ এপ্রিল শুনানির জন্য পাঠান।
তবে চেম্বার আদালতের আদেশের পর চেয়ারে বসার অভিযোগ তোলে নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দেন।
এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সোহানুর রহমান সোহান, নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
তবে নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করা হয়। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে হাইকোর্টকে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
ওই নির্দেশ অনুযায়ী রুল নিষ্পত্তি করে ২ মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছিল আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে। ৬ ফেব্রুয়ারি নির্বাচিতরা শপথও গ্রহণ করেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ ও নিপুণকে চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আপিল বিভাগ। নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
এদিকে আদেশের পর চিত্রনায়িকা নিপুণের পক্ষে থাকা ব্যারিস্টার রুকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করেছিলেন। তাতে নিপুণ পদে বসা ছিল। এখনো তাই থাকবে।’
তবে চিত্রনায়ক জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘চার সপ্তাহের জন্য আবেদন স্ট্যান্ডওভার রেখেছেন। নিপুণকে লিভ টু আপিল করতে বলেছেন। আর চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। তার মানে জায়েদ খান দায়িত্ব পালন করতে পারবেন।’
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল গত ২ মার্চ যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। এরপর ৩ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করেন নিপুণ আক্তার। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪ এপ্রিল শুনানির জন্য পাঠান।
তবে চেম্বার আদালতের আদেশের পর চেয়ারে বসার অভিযোগ তোলে নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দেন।
এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সোহানুর রহমান সোহান, নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
তবে নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করা হয়। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে হাইকোর্টকে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
ওই নির্দেশ অনুযায়ী রুল নিষ্পত্তি করে ২ মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছিল আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে। ৬ ফেব্রুয়ারি নির্বাচিতরা শপথও গ্রহণ করেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে