গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্কুলছাত্ররা হলো আহসান মাহিন (১৫) ও মুন্না (১৩)। আহসান মাহিন গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় শাইনিং স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। মুন্না গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন নীলের পাড়া এলাকার সোহেলের ছেলে। সে নীলের পাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
টঙ্গী ফায়ার স্টেশনের লিডার মো. ইদ্রিস আলী বলেন, গতকাল শনিবার বিকেলে মাহিন তার দুই সহপাঠীকে নিয়ে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মীরেরগাঁও এলাকার কারখানা বাজার রেল ব্রিজে বেড়াতে যায়। সেখানে ব্রিজে উঠে সেলফি তোলার সময় তুরাগ নদে পড়ে যায় সে। এ সময় মাহিন পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। পরে তার সহপাঠীরা ডাক চিৎকার শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তল্লাশি চালায়। দীর্ঘ সময় তল্লাশির করেও মাহিনের সন্ধান না পাওয়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে দেড় শ গজ দূরে দক্ষিণে প্রায় ৩০ ফুট গভীরে পানির নিচ থেকে মাহিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় কাউন্সিলর ও স্বজনেরা মরদেহ নিয়ে যায়।
গাজীপুর মহানগরীর পুবাইল মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে মুন্না সহপাঠীদের নিয়ে পুবাইল মেট্রো থানাধীন ইছালি বিলে গোসল করতে যায়। গোসলের সময় অন্যদের দেখাদেখি মুন্নাও ইছালি ব্রিজ থেকে লাফ দিয়ে বিলের পানিতে নামে। কিন্তু সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এ সময় তার সহপাঠীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা পানিতে নেমে মৃত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে। খবর পেয়ে তার স্বজনেরা এসে মরদেহ নিয়ে যায়।

গাজীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্কুলছাত্ররা হলো আহসান মাহিন (১৫) ও মুন্না (১৩)। আহসান মাহিন গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় শাইনিং স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। মুন্না গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন নীলের পাড়া এলাকার সোহেলের ছেলে। সে নীলের পাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
টঙ্গী ফায়ার স্টেশনের লিডার মো. ইদ্রিস আলী বলেন, গতকাল শনিবার বিকেলে মাহিন তার দুই সহপাঠীকে নিয়ে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মীরেরগাঁও এলাকার কারখানা বাজার রেল ব্রিজে বেড়াতে যায়। সেখানে ব্রিজে উঠে সেলফি তোলার সময় তুরাগ নদে পড়ে যায় সে। এ সময় মাহিন পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। পরে তার সহপাঠীরা ডাক চিৎকার শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তল্লাশি চালায়। দীর্ঘ সময় তল্লাশির করেও মাহিনের সন্ধান না পাওয়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে দেড় শ গজ দূরে দক্ষিণে প্রায় ৩০ ফুট গভীরে পানির নিচ থেকে মাহিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় কাউন্সিলর ও স্বজনেরা মরদেহ নিয়ে যায়।
গাজীপুর মহানগরীর পুবাইল মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে মুন্না সহপাঠীদের নিয়ে পুবাইল মেট্রো থানাধীন ইছালি বিলে গোসল করতে যায়। গোসলের সময় অন্যদের দেখাদেখি মুন্নাও ইছালি ব্রিজ থেকে লাফ দিয়ে বিলের পানিতে নামে। কিন্তু সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এ সময় তার সহপাঠীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা পানিতে নেমে মৃত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে। খবর পেয়ে তার স্বজনেরা এসে মরদেহ নিয়ে যায়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে