ঢাবি প্রতিনিধি

রাজধানীর বকশীবাজারের সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসাতে ককটেল বিস্ফোরণ, লাঠি, রামদা ও পিস্তল নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে আল্লামা কাশগরী রহ. হল ও শহীদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মাদ্রাসার সাংবাদিক সমিতিও বিলুপ্ত করেছে মাদ্রাসা প্রশাসন।
আজ রোববার মাদ্রাসার ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।
মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ আবদুর রশীদ এবং হল সুপার মো. মোস্তাফা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়।
আরেক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা সাংবাদিক সমিতি বিলুপ্ত করা হয়েছে। এতে বলা হয়, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সাংবাদিক সমিতি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হলো। পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইব্রাহীম হলে গত শুক্রবার রাত ৩টায় ঘুমন্ত ছাত্রদের ওপর বর্বরোচিত হামলা, হলে ভাঙচুরসহ সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই রাতে হলে অবস্থানকারী ভুক্তভোগী শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, সাধারণ শিক্ষার্থীদের আগামীকাল সোমবার সকাল ১০টায় মাদ্রাসার ১১৩ নম্বর কক্ষে (অডিটরিয়াম) সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে সত্য উদ্ঘাটনে তদন্ত কমিটিকে সহায়তা করার জন্য বলা হয়। বিজ্ঞপ্তি দুটিতে অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ আবদুর রশীদের স্বাক্ষর রয়েছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার, মাদক কারবারি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষের প্রায় ৫০ জন আহত হন। ঘটনার পরদিন শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি স্থগিত করে।

রাজধানীর বকশীবাজারের সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসাতে ককটেল বিস্ফোরণ, লাঠি, রামদা ও পিস্তল নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে আল্লামা কাশগরী রহ. হল ও শহীদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মাদ্রাসার সাংবাদিক সমিতিও বিলুপ্ত করেছে মাদ্রাসা প্রশাসন।
আজ রোববার মাদ্রাসার ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।
মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ আবদুর রশীদ এবং হল সুপার মো. মোস্তাফা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়।
আরেক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা সাংবাদিক সমিতি বিলুপ্ত করা হয়েছে। এতে বলা হয়, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সাংবাদিক সমিতি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হলো। পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইব্রাহীম হলে গত শুক্রবার রাত ৩টায় ঘুমন্ত ছাত্রদের ওপর বর্বরোচিত হামলা, হলে ভাঙচুরসহ সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই রাতে হলে অবস্থানকারী ভুক্তভোগী শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, সাধারণ শিক্ষার্থীদের আগামীকাল সোমবার সকাল ১০টায় মাদ্রাসার ১১৩ নম্বর কক্ষে (অডিটরিয়াম) সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে সত্য উদ্ঘাটনে তদন্ত কমিটিকে সহায়তা করার জন্য বলা হয়। বিজ্ঞপ্তি দুটিতে অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ আবদুর রশীদের স্বাক্ষর রয়েছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার, মাদক কারবারি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষের প্রায় ৫০ জন আহত হন। ঘটনার পরদিন শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি স্থগিত করে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে