নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে শাহবাগ থানায় ওই মামলা করেন।
মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, নূরে আলম সিদ্দিকী সোহাগ, কাইয়ুম, রাসেল আহমেদ, কামরুল ইসলাম ও সাগর হোসেনসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুসারে বুধবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিবাদ সভার নামে বেআইনি সমাবেশ করে। সমাবেশ শেষে গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে বেশ কিছু আইনজীবী ও অজ্ঞাতনামা বহিরাগত সন্ত্রাসীরা সম্পাদকের কক্ষের দরজা এবং জানালায় আঘাত করে। সেই সঙ্গে সম্পাদকের কক্ষের সামনে উপস্থিত থাকা নজরুল ইসলাম প্রামাণিককে হত্যার উদ্দেশ্যে ধারালো ইস্পাতের তৈরি নামফলক দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা মোহাম্মদ হাফিজসহ কয়েকজন আইনজীবী এগিয়ে আসলে তারাও আঘাতপ্রাপ্ত হয়।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। বুধবার দুপুরে সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা সম্পাদক আব্দুন নূর দুলালের নেমপ্লেট খুলে ফেলেন।
জানতে চাইলে গাজী কামরুল ইসলাম সজল বলেন, তারা (আওয়ামী লীগ) সরকারে আছে। তাই যে কোনো গল্প সাজিয়ে মিথ্যা মামলা করতেই পারে। আমরা আইনিভাবে এর মোকাবিলা করব।

সুপ্রিম কোর্টে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে শাহবাগ থানায় ওই মামলা করেন।
মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, নূরে আলম সিদ্দিকী সোহাগ, কাইয়ুম, রাসেল আহমেদ, কামরুল ইসলাম ও সাগর হোসেনসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুসারে বুধবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিবাদ সভার নামে বেআইনি সমাবেশ করে। সমাবেশ শেষে গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে বেশ কিছু আইনজীবী ও অজ্ঞাতনামা বহিরাগত সন্ত্রাসীরা সম্পাদকের কক্ষের দরজা এবং জানালায় আঘাত করে। সেই সঙ্গে সম্পাদকের কক্ষের সামনে উপস্থিত থাকা নজরুল ইসলাম প্রামাণিককে হত্যার উদ্দেশ্যে ধারালো ইস্পাতের তৈরি নামফলক দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা মোহাম্মদ হাফিজসহ কয়েকজন আইনজীবী এগিয়ে আসলে তারাও আঘাতপ্রাপ্ত হয়।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। বুধবার দুপুরে সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা সম্পাদক আব্দুন নূর দুলালের নেমপ্লেট খুলে ফেলেন।
জানতে চাইলে গাজী কামরুল ইসলাম সজল বলেন, তারা (আওয়ামী লীগ) সরকারে আছে। তাই যে কোনো গল্প সাজিয়ে মিথ্যা মামলা করতেই পারে। আমরা আইনিভাবে এর মোকাবিলা করব।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে