টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। আহত লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিল। গতকাল রাত সাড়ে ১২টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিল। তখন তারা মল্লিকের মাঠ মহাসড়কে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
ওসি খোরশেদ আরও বলেন, প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর আগেই পালিয়ে যান। মোটরসাইকেল ও প্রাইভেট কার থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহত কিশোরের পরিবারের কেউ লিখিত অভিযোগ করেননি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। আহত লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিল। গতকাল রাত সাড়ে ১২টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিল। তখন তারা মল্লিকের মাঠ মহাসড়কে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
ওসি খোরশেদ আরও বলেন, প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর আগেই পালিয়ে যান। মোটরসাইকেল ও প্রাইভেট কার থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহত কিশোরের পরিবারের কেউ লিখিত অভিযোগ করেননি।
ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে যশোরের চৌগাছায় আশরাফ হোসেন নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার প্রথমে তাঁকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়, পরে পুলিশ সুপার রওনক জাহান তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
১৯ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগে রাশেদুল ইসলাম (৫৫) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে কাউনিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২০ মিনিট আগেকক্সবাজারে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলার বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতির পৃথক মামলায় আদালত এই আদেশ দেন।
২৬ মিনিট আগেদিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা দেড়টার দিকে উপজেলা চত্বরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগে