নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে চলমান ভিক্ষুক বিরোধী অভিযানে আরও ১৭ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনিন। সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে ভিক্ষুক বিরোধী এ অভিযান চালায়।
এর আগে গতকাল বুধবার গুলশান-২ থেকে অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছিল।
এদিকে গতকাল বুধবার কর্মকর্তাদের ঘুষ দিতে চাওয়া ভিক্ষুক তারা মিয়াকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, তারা মিয়া খুব চতুর লোক। ভিক্ষার সময় কর্মকর্তাদের নানা বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন। এছাড়া প্রতারণার উদ্দেশ্যে বেশ কিছু পাসপোর্টের কাগজও তিনি সঙ্গে রাখতেন। এ সময় তিনি এক হাজার টাকা অফার করেন। লাগলে আরও দেবেন বলেও জানান। তাঁর এসব চতুর ও প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাঁকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।
চন্দন কুমার মিত্র আরও জানান, বৃহস্পতিবারের অভিযানে ১৮ জনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেওয়া হয়। আটকদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। তাঁদের সবাইকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের সবাইকে ১৫ দিন থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত আটকাদেশ দেওয়া হয়েছে। যাকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে তাঁকে এর আগেও একবার ১৫ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল।
পুনর্বাসন কেন্দ্রে থাকার সময় স্বাবলম্বী হওয়ার জন্য তাঁদের সবাইকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে।
আগামীকাল শুক্রবার গুলশানের আজাদ মসজিদ এলাকায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

রাজধানীতে চলমান ভিক্ষুক বিরোধী অভিযানে আরও ১৭ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনিন। সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে ভিক্ষুক বিরোধী এ অভিযান চালায়।
এর আগে গতকাল বুধবার গুলশান-২ থেকে অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছিল।
এদিকে গতকাল বুধবার কর্মকর্তাদের ঘুষ দিতে চাওয়া ভিক্ষুক তারা মিয়াকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, তারা মিয়া খুব চতুর লোক। ভিক্ষার সময় কর্মকর্তাদের নানা বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন। এছাড়া প্রতারণার উদ্দেশ্যে বেশ কিছু পাসপোর্টের কাগজও তিনি সঙ্গে রাখতেন। এ সময় তিনি এক হাজার টাকা অফার করেন। লাগলে আরও দেবেন বলেও জানান। তাঁর এসব চতুর ও প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাঁকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।
চন্দন কুমার মিত্র আরও জানান, বৃহস্পতিবারের অভিযানে ১৮ জনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেওয়া হয়। আটকদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। তাঁদের সবাইকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের সবাইকে ১৫ দিন থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত আটকাদেশ দেওয়া হয়েছে। যাকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে তাঁকে এর আগেও একবার ১৫ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল।
পুনর্বাসন কেন্দ্রে থাকার সময় স্বাবলম্বী হওয়ার জন্য তাঁদের সবাইকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে।
আগামীকাল শুক্রবার গুলশানের আজাদ মসজিদ এলাকায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
৪ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৪৩ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১ ঘণ্টা আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
১ ঘণ্টা আগে