গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কারখানার ফ্যাক্টরি ম্যানেজার মাহবুবুর রশিদ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮২২ জন শ্রমিক রয়েছেন। আজ কারখানায় কর্মরত শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হয়। বেতন পেয়ে কারখানার শ্রমিকেরা হাসিমুখে ঘরে ফিরে যান। পরে সন্ধ্যার পর কর্তৃপক্ষ কারখানার প্রধান ফটকের সামনে সাময়িকভাবে বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এতদ্দ্বারা ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেডের কর্মরত সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারি করোনাভাইরাসের কারণে অত্র কারখানার ব্যবসায়িক অবস্থা মন্দার দিকে গিয়েছে। ফলে নগদ মূলধনের অভাবে কাঁচামালের জোগান দিতে না পারার কারণে যথাসময়ে পণ্য রপ্তানি করা সম্ভব হয় না। যার কারণে শ্রমিকদের মজুরি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এতে মাসিক মজুরি নিয়ে ঘন ঘন অসন্তোষ, ধীর গতিতে কাজ করা এবং কর্মবিরতির কারণে উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় ক্রমাগত রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণবহির্ভূত। এমতাবস্থায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা মোতাবেক কাল বৃহস্পতিবার থেকে ২৫ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের সকল সেকশনের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজ বন্ধ রাখার মেয়াদ শেষ হওয়ার কারণে শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ (৮) ধারার বিধান মোতাবেক লে অফ করা হল। যে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের চাকরির মেয়াদ ১ বছরের অধিক হয়েছে তাঁদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করা হবে।
পরবর্তী সময়ে শ্রমিক কর্মচারী কারখানায় উপস্থিত থাকা ও দৈনিক হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজ বন্ধের সময়সীমা শেষ হওয়ার পূর্বে নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার বিষয়ে জানানো হবে।

গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কারখানার ফ্যাক্টরি ম্যানেজার মাহবুবুর রশিদ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮২২ জন শ্রমিক রয়েছেন। আজ কারখানায় কর্মরত শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হয়। বেতন পেয়ে কারখানার শ্রমিকেরা হাসিমুখে ঘরে ফিরে যান। পরে সন্ধ্যার পর কর্তৃপক্ষ কারখানার প্রধান ফটকের সামনে সাময়িকভাবে বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এতদ্দ্বারা ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেডের কর্মরত সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারি করোনাভাইরাসের কারণে অত্র কারখানার ব্যবসায়িক অবস্থা মন্দার দিকে গিয়েছে। ফলে নগদ মূলধনের অভাবে কাঁচামালের জোগান দিতে না পারার কারণে যথাসময়ে পণ্য রপ্তানি করা সম্ভব হয় না। যার কারণে শ্রমিকদের মজুরি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এতে মাসিক মজুরি নিয়ে ঘন ঘন অসন্তোষ, ধীর গতিতে কাজ করা এবং কর্মবিরতির কারণে উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় ক্রমাগত রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণবহির্ভূত। এমতাবস্থায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা মোতাবেক কাল বৃহস্পতিবার থেকে ২৫ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের সকল সেকশনের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজ বন্ধ রাখার মেয়াদ শেষ হওয়ার কারণে শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ (৮) ধারার বিধান মোতাবেক লে অফ করা হল। যে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের চাকরির মেয়াদ ১ বছরের অধিক হয়েছে তাঁদের বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করা হবে।
পরবর্তী সময়ে শ্রমিক কর্মচারী কারখানায় উপস্থিত থাকা ও দৈনিক হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজ বন্ধের সময়সীমা শেষ হওয়ার পূর্বে নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার বিষয়ে জানানো হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৫ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে