নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না। অভিযানে গুঁড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত তিন ব্যাটারিচালিত রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান দেওয়ার সময় এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। একই সঙ্গে তাঁদের চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদ গেট এলাকায় মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসিসি যৌথভাবে অভিযান চালায়। এ সময় মূল রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয় এবং এর মধ্যে কয়েকটি রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়। গণমাধ্যমে রিকশাচালকদের দুরবস্থা ও আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ এই তিন রিকশাচালককে সহায়তার প্রতিশ্রুতি দেন।
সেই পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিকেল ৪টায় ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন প্রশাসক। এ সময় তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যাঁরা ব্যাটারিচালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁরা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না।
ক্ষতিগ্রস্ত রিকশাচালকেরা হলেন সিরাজগঞ্জের বেলকুচির মৃত জুরানের ছেলে মো. খলিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মুনসুর আলীর ছেলে রাসেল মিয়া, বরিশালের বাকেরগঞ্জের মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা। এ সময় ডিএনসিসি প্রশাসক এই তিনজন রিকশাচালককে চাকরির ব্যবস্থা করে দিতে ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত এসব অবৈধ রিকশা অপসারণের বিকল্প নেই। সরকার ইতিমধ্যে যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বুয়েট কর্তৃক অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা প্রস্তুত করতে কয়েকটি কোম্পানিকে অনুমতি দিয়েছে। এসব রিকশাচালককে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ব্র্যাক প্রায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। এই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজাসহ ডিএনসিসির কর্মকর্তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না। অভিযানে গুঁড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত তিন ব্যাটারিচালিত রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান দেওয়ার সময় এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। একই সঙ্গে তাঁদের চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদ গেট এলাকায় মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসিসি যৌথভাবে অভিযান চালায়। এ সময় মূল রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয় এবং এর মধ্যে কয়েকটি রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়। গণমাধ্যমে রিকশাচালকদের দুরবস্থা ও আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ এই তিন রিকশাচালককে সহায়তার প্রতিশ্রুতি দেন।
সেই পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিকেল ৪টায় ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন প্রশাসক। এ সময় তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যাঁরা ব্যাটারিচালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁরা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না।
ক্ষতিগ্রস্ত রিকশাচালকেরা হলেন সিরাজগঞ্জের বেলকুচির মৃত জুরানের ছেলে মো. খলিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মুনসুর আলীর ছেলে রাসেল মিয়া, বরিশালের বাকেরগঞ্জের মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা। এ সময় ডিএনসিসি প্রশাসক এই তিনজন রিকশাচালককে চাকরির ব্যবস্থা করে দিতে ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত এসব অবৈধ রিকশা অপসারণের বিকল্প নেই। সরকার ইতিমধ্যে যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বুয়েট কর্তৃক অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা প্রস্তুত করতে কয়েকটি কোম্পানিকে অনুমতি দিয়েছে। এসব রিকশাচালককে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ব্র্যাক প্রায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। এই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজাসহ ডিএনসিসির কর্মকর্তারা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে