Ajker Patrika

হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারে হামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারে হামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে হামলার শিকার হওয়া নারী মোসা. জাহানারা বেগম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, নাসিক ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকার কমুর উদ্দিনের ছেলে মো. আলী হোসেন (৫৪) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী। ওই মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে জামিনে বের হন আসামি। জামিন এসে হুমকি দিচ্ছিলেন তাঁদের। একপর্যায়ে বুধবার সকালে বাদীর বাড়িতে হামলা করেন তিনি। লোহার রড দিয়ে বাদী এবং তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

হামলার শিকার হওয়ায় বাদী মোসা. জাহানারা বেগম বলেন, ‘২০২০ সালে আমার স্বামী আলী আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করেন তাঁর ভাই আলী হোসেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দেওয়া হলে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। প্রায় দুই বছর জেল খেটে সেপ্টেম্বরে জামিনে বের হন। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। মামলা না তোলায় আমার পরিবারের ওপর হামলা চালায়।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মশিউর রহমান (পিপিএম বার) জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত