নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে রুল জারির ১১ বছর পর আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রায় দেন। রায়ে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়।
রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করলে ২০১২ সালের ৮ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। যা দীর্ঘদিন পর শুনানি শেষে রায় দেওয়া হয়। এছাড়া এই মামলাটি আদালত চলমান হিসেবে রেখেছেন বলে জানান তিনি।
রায়ের নির্দেশনা:
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের তদন্ত এবং জড়িত কর্মকর্তা, ঠিকাদারদের তালিকা তৈরি করে ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সংশ্লিষ্ট সকলের নিকট নির্দেশনা জারি করতে বলা হয়েছে। যাতে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্যাস আইনের ১০, ১২ এবং ১৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া ঠিকাদারদের লাইসেন্স বাতিল করতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। যেখানে বুয়েটের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবেন। কমিটিকে বলা হয়েছে ২০১২ সাল থেকে কী পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হয়েছে তার পরিমাণ অর্থে নির্ধারণ করতে। আর অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ওই অর্থ অবৈধ গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের নিকট থেকে আদায় করতে।

অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে রুল জারির ১১ বছর পর আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রায় দেন। রায়ে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়।
রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করলে ২০১২ সালের ৮ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। যা দীর্ঘদিন পর শুনানি শেষে রায় দেওয়া হয়। এছাড়া এই মামলাটি আদালত চলমান হিসেবে রেখেছেন বলে জানান তিনি।
রায়ের নির্দেশনা:
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের তদন্ত এবং জড়িত কর্মকর্তা, ঠিকাদারদের তালিকা তৈরি করে ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সংশ্লিষ্ট সকলের নিকট নির্দেশনা জারি করতে বলা হয়েছে। যাতে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্যাস আইনের ১০, ১২ এবং ১৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া ঠিকাদারদের লাইসেন্স বাতিল করতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। যেখানে বুয়েটের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবেন। কমিটিকে বলা হয়েছে ২০১২ সাল থেকে কী পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হয়েছে তার পরিমাণ অর্থে নির্ধারণ করতে। আর অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ওই অর্থ অবৈধ গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের নিকট থেকে আদায় করতে।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে