নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মহা পুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও দুটি হত্যা মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকালে দুজনকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে খিলগাঁও থানার এক মামলায় ও উত্তরা পশ্চিম থানায় এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে আনিসুল হককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেওয়া হয়। পরে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেছেন, ভবিষ্যতে এসব মামলায় তাঁদের তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
গত ৫ আগস্ট বিকেল পৌনে ৬টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খিলগাঁওয়ের আল জমিয়াতুল ইসলামিয়া মজ্জালুল উলুম মাদ্রাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাফেজ মো. জুবায়ের আহমেদ। এ ঘটনায় সেপ্টেম্বরে ঊর্ধ্বতন ও পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুল্লাহ আল মামুন ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে গত ১৯ জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায়ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর গত ১৩ আগস্ট আনিসুল হককে এবং গত ৩ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে।

সাবেক মহা পুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও দুটি হত্যা মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকালে দুজনকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে খিলগাঁও থানার এক মামলায় ও উত্তরা পশ্চিম থানায় এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে আনিসুল হককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেওয়া হয়। পরে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেছেন, ভবিষ্যতে এসব মামলায় তাঁদের তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
গত ৫ আগস্ট বিকেল পৌনে ৬টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খিলগাঁওয়ের আল জমিয়াতুল ইসলামিয়া মজ্জালুল উলুম মাদ্রাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাফেজ মো. জুবায়ের আহমেদ। এ ঘটনায় সেপ্টেম্বরে ঊর্ধ্বতন ও পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুল্লাহ আল মামুন ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে গত ১৯ জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায়ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর গত ১৩ আগস্ট আনিসুল হককে এবং গত ৩ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১০ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে