নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মহা পুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও দুটি হত্যা মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকালে দুজনকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে খিলগাঁও থানার এক মামলায় ও উত্তরা পশ্চিম থানায় এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে আনিসুল হককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেওয়া হয়। পরে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেছেন, ভবিষ্যতে এসব মামলায় তাঁদের তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
গত ৫ আগস্ট বিকেল পৌনে ৬টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খিলগাঁওয়ের আল জমিয়াতুল ইসলামিয়া মজ্জালুল উলুম মাদ্রাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাফেজ মো. জুবায়ের আহমেদ। এ ঘটনায় সেপ্টেম্বরে ঊর্ধ্বতন ও পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুল্লাহ আল মামুন ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে গত ১৯ জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায়ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর গত ১৩ আগস্ট আনিসুল হককে এবং গত ৩ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে।

সাবেক মহা পুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও দুটি হত্যা মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকালে দুজনকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে খিলগাঁও থানার এক মামলায় ও উত্তরা পশ্চিম থানায় এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে আনিসুল হককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেওয়া হয়। পরে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেছেন, ভবিষ্যতে এসব মামলায় তাঁদের তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
গত ৫ আগস্ট বিকেল পৌনে ৬টার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খিলগাঁওয়ের আল জমিয়াতুল ইসলামিয়া মজ্জালুল উলুম মাদ্রাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাফেজ মো. জুবায়ের আহমেদ। এ ঘটনায় সেপ্টেম্বরে ঊর্ধ্বতন ও পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুল্লাহ আল মামুন ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে গত ১৯ জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায়ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর গত ১৩ আগস্ট আনিসুল হককে এবং গত ৩ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৬ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২ ঘণ্টা আগে