গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানায় আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (১৭ মে) একই কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ সোমবার সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর থেকে শ্রমিকেরা একে একে অসুস্থ হতে থাকেন। গত তিন দিন ধরে ওই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন। প্রথম দুই দিন পানি পান করে অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও আজ পানি না খেয়েও কেউ কেউ অসুস্থ হয়েছেন। তবে কী কারণে এই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছে, তার কারণ নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকেরা। চিকিৎসকেরা এটিকে বলছেন, ‘গণমনস্তাত্ত্বিক রোগ’।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানায় শ্রমিকেরা আজ সকালে যথারীতি কাজে যোগ দেন। এরপর একে একে শতাধিক শ্রমিক তৃতীয় দিনের মতো আজও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মাথা ঘোরা ও বমি বমি ভাব রয়েছে।
অসুস্থ শ্রমিকেরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘোরাচ্ছে এবং বমির ভাব হচ্ছে। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই কারখানায় বমি হয়। পরে কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেককে।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার সায়েম কবির বলেন, ‘৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেক রোগী বমি, পেটব্যথা, মাথা ঘোরানো নিয়ে এসেছেন। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও এসেছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত।’
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুর মহানগরীর বাসন কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানায় আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (১৭ মে) একই কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ সোমবার সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর থেকে শ্রমিকেরা একে একে অসুস্থ হতে থাকেন। গত তিন দিন ধরে ওই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন। প্রথম দুই দিন পানি পান করে অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও আজ পানি না খেয়েও কেউ কেউ অসুস্থ হয়েছেন। তবে কী কারণে এই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছে, তার কারণ নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকেরা। চিকিৎসকেরা এটিকে বলছেন, ‘গণমনস্তাত্ত্বিক রোগ’।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানায় শ্রমিকেরা আজ সকালে যথারীতি কাজে যোগ দেন। এরপর একে একে শতাধিক শ্রমিক তৃতীয় দিনের মতো আজও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মাথা ঘোরা ও বমি বমি ভাব রয়েছে।
অসুস্থ শ্রমিকেরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘোরাচ্ছে এবং বমির ভাব হচ্ছে। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই কারখানায় বমি হয়। পরে কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেককে।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার সায়েম কবির বলেন, ‘৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেক রোগী বমি, পেটব্যথা, মাথা ঘোরানো নিয়ে এসেছেন। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও এসেছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত।’
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৮ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২০ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২২ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে